একটা ইচ্ছাই দেবে শান্তি -এইদেশ অর্গানাইজেশনের পক্ষ থেকে দূস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- প্রকাশিত সময় ১০:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
- / 107
ইউ এন এস ঃ আমরা শান্তির পক্ষে, আমরা সৃষ্টিতে বিশ্বাসী, ধ্বংসে নয়। আমরা বিশ্বাস করি অশান্তি থেকে “অ” বিতাড়িত করে শান্তি আনতে, আমাদের একটি ইচ্ছাই যথেষ্ট। তাই আমদের শ্লোগান ” একটিই ইচ্ছাই দেবে শান্তি”।
মা বাবার স্নেহ ও ভালবাসায় বড় হয়েছি বিনিময়ে তাদের কি দিয়েছি?, আমরা বুঝে ও আন্তরিক ভাবে সালাম বিনিময় করি কি?, হাজার কথা ও কাজের ভীড়ে মৃত্যু ও স্রষ্টার কথা মনে রাখি কি ?, অহংকার, মিথ্যা, ঘৃণা, হিংসা ও রাগ থেকে আমার অন্তর মুক্ত কি ?, পানির অপর নাম জীবন জেনেছি পানি অপচয় রোধ কি করেছি ?, অন্যের লাগানো গাছের ফল খেয়েছি আমি কি একটি গাছ লাগিয়েছি ?, অন্যের কাছ থেকে যে আচরণ আশা করি সবার সাথে সে আচরণ করি কি ?, নিজে অনেক ভাল কাজ করেছি অন্যকে উৎসাহিত করতে কি করেছি ? এসব প্রতিপাদ্য বিষয় মানুষ ও সমাজে প্রতিষ্ঠিত করতে নিরলস চেষ্টা করে চলছে পাবনা কৃর্তি সন্তান কানাডা প্রবাসী বে- সরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার ইসলামীক আলোচক শমসের আলী হেলাল।
তারই প্রতিষ্ঠিত সংগঠন ” এইদেশ অর্গানাইজেশন ” এর উদ্দোগ্যে দেশের বিভিন্ন জেলাতে দূস্থ, সুবিধা বঞ্চিত সাধারণ মানুষ, ভিক্ষুক, হিজড়া, হরিজন, রবিদাস (মুচি) নৈশ প্রহরী, রিক্সাচালক ও আদিবাসী সম্প্রদায়দের পাশে থেকে সহযোগিতা করে আসছে।
এরই ধারাবাহিকতা পাবনা আমিন উদ্দিন আইন কলেজ চত্বরে গত ৫ বছর ধরে প্রতি বৃহস্পতিবার বাদ যোহর হইতে প্রায় ৩শ দূস্তদের মাঝে খাবার বিতরণ কর্মসূচী পালন করে চলছে গত ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার খাবারের পাশা পাশি উপস্থিত দূস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শমসের আলী হেলাল দীর্ঘ ৪৪ বছর কানাডা প্রবাসী টেক্সিচালক দেশের টানে মানুষের ভালবাসার টানে বছরের অধিকাংশ সময় বাংলাদেশে অবস্থান করেন।
শমসের আলী হেলাল জানান ওস্তাদ আহম্মেদ দিদাত এর সানিদ্ধে যাওয়ার সুভাগ্য হয়েছে। তিনি আরো জানান সালামের অর্থ বুঝে যদি সালাম বিনিময় করি তাহলে সমাজে অর্ধেক গ্লানি দুর হতো, বড়রা ছোটদের সাথে ভাল ব্যবহার স্নেহাশীষ দিয়ে বড় করলে বিপথে যাওয়ার সম্ভবনা ক্ষিন। করোনা কালে আমাদেরই সন্তানেরা যে ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এতেই বুঝা যায় তারা ভাল কিছু করতে চায়। তাদের সাথে ভাল ব্যবহার ও সঠিক গাইডেন্স দিতে পারলে তারা সমাজটাকে সুন্দর করে গড়ে তুলবে।
শমসের আলী হেলাল যাকে ছোট বড় সবাই দাদু বলে সম্বোধন করেন। তার লিখিত আত্মজীবনী গ্রন্থ ” এইদেশ ও একজন পথিক ” এ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ” dadu’s shcool ” লিংকে বিভিন্ন প্রকার বাণী ও আলোচনা প্রকাশ হয়েছে। ” কেউ আমাকে ভালবাসুক আর নাই বাসুক আমি সবাইকে ভালবাসবোই”।