সাঁথিয়ায় অগ্নিকান্ডে কৃষকের ৩টি ঘর ভস্মিভুত, ১৫ লক্ষ টাকার ক্ষতি
- প্রকাশিত সময় ১২:২৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
- / 113
পাবনার সাঁথিয়া উপজেলা বিহলবাড়িয়া গ্রামের মৃত জীবন প্রামানিকের ছেলে আমজাদ প্রামানিকের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত রবিবার সন্ধ্যায় অগ্নিকান্ডে তার ৩টি বসত ঘর, ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকার ভস্মীভুত হয়ে যায়।
জানা যায়, বাড়ির সর্টসার্কিটের কারণে হঠাৎ করে আমজাদ প্রামানিকের বাড়িতে আগুন লাগে। কিছু বুঝে উঠার আগেই বাড়ির তিনটি টিনসেড হাফ ওয়াল ঘর আগুনে ভূস্মিভুত হয়। বাড়ির মালিক আমজাদ প্রামানিক জানান, আগুনে তার প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। ঘরে থাকা সকল প্রকার আসবাবপত্র, শিক্ষা সনদ, জমির দলিল, নগদ আড়াই লক্ষ টাকা, ফ্রিজ, ৫ ভরী স্বর্ণালংকার পুড়ে ছাই হয়েছে। আমাদের এখন মাথা গুঁজার ঠাঁই নাই। খেলা আকাশের নিচে বসবাস করছি।
এদিকে সংবাদ পেয়ে সাঁথিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসেন। তবে তাদের আসার পূর্বে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন জানান, অগ্নিকান্ডের সংবাদ পেয়েছি। স্থানীয় চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে। আমরা সরকারীভাবে সহায়তা করার চেষ্টা করছি।