ঈশ্বরদীতে সরকারীভাবে আমন চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
- প্রকাশিত সময় ০৪:৫৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
- / 168
পাবনার ঈশ্বরদীর দুটি খাদ্যগুদামে চুক্তিবদ্ধ মিলারদের নিকট হতে সরকারি মূল্যে আমন চাল সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) সকালে ঈশ্বরদী খাদ্য গুদামে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। সভাপতিত্ব করেন। সরকারি ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম.ইমরুল কায়েস।
ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জয়নাল আবেদীন, ঈশ্বরদী এল.এস.ডি গুদামের কর্মকর্তা মাহফুজ আল আসাদ, মুলাডুলি সি.এস.ডি গুদামের কর্মকর্তা বিকাশ চন্দ্র, উপজেলা কৃষক লীগের আহব্বায়ক ফজলুর রহমান মালিথা, চালকল মালিক সমিতির সভাপতি জুলমত হায়দার, সাধারণ সম্পাদক সামছুল আলম এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জয়নাল আবেদীন জানান, ঈশ্বরদীতে তালিকাভূক্ত মিলারের সংখ্যা ৩২৯। ১৭ টি অটো রাইস মিল বাদে ৩১২টি হাসকিং মিল রয়েছে। এরমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে ৫টি অটো এবং ৪৯টি হাসকিং মিল চুক্তিবদ্ধ হয়েছে। মাত্র ১৬.৪১ ভাগ মিলার চুক্তি করেছে। এসব মিলারদের ৩,৬৪৩.৫ মেট্রিক টন বরাদ্দ দেয়া হয়েছে। চুক্তিবদ্ধ মিলাররা বরাদ্দকৃত সম্পূর্ণ চাল সরবরাহ করবে কিনা সন্দেহ রয়েছে। অথচ চলতি মৌসুমে কৃষক ও মিলারদের কাছ থেকে ঈশ্বরদী এলএসডি গুদামে ৪ হাজার ২৯১ টন চাল, ১০০ টন ধান এবং মুলাডুলি সি.এস.ডি গুদামে ৪ হাজার ২৯২ টন চাল, ১০০ টন ধান ও চাল সংগ্রহ করার জন্য বরাদ্দ দেয়া হয়েছিল।