বানেশ্বর সরকারি কলেজে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সুধি সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী
- প্রকাশিত সময় ১১:৫৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
- / 125
রাজশাহী: বানেশ্বর কলেজ মাঠের সুধি সমাবেশে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভাষন দেন। ছবি: স্বতঃকণ্ঠ
রাজশাহী: রাজশাহীতে মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা পুলিশের আয়োজনে আজ বুধবার বিকেলে রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন,মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম ডিআইজি, রাজশাহী রেঞ্জ, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে কালে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান,এমপি বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দেশের শত্রু। একটি জাতিকে ধ্বংস করে দেয়। এর সাথে জড়িত যেই থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। তিনি মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে সকলকে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, এমপি, ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, মাননীয় সংসদ সদস্য, রাজশাহী-০৪ মোঃ আয়েন উদ্দিন, সংসদ সদস্য, রাজশাহী -৩ ডাঃ মোঃ মনসুর রহমান, সংসদ সদস্য, রাজশাহী-০৫ এ্যাডঃ আদিবা আনজুম মিতা, সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন-৩৭ মোঃ আব্দুল ওয়াদুদ দারা, সাবেক সংসদ সদস্য ও সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা আওয়ামী লীগ।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ, জি এস এম জাফরউল্লাহ, এনডিসি, বিভাগীয় কমিশনার, রাজশাহী জনাব আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম, প্রিন্সিপাল (অতিরিক্ত আজজিপি) বাংলাদেশ পুলিশ,মুক্তিযোদ্ধা মীর ইকবাল, চেয়ারম্যান, রাজশাহী জেলা পরিষদ, মোঃ আবু কালাম সিদ্দিক, পুলিশ কমিশনার, আরএমপি,আব্দুল জলিল, জেলা প্রশাসক, রাজশাহী এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), পুলিশ সুপার, রাজশাহী, অনিল কুমার সরকার, সভাপতি (ভারপ্রাপ্ত), রাজশাহী জেলা আওয়ামী লীগ।