ফেনীতে প্রবাসী স্বামীকে নিয়ে ফেরা হলো না গৃহবধূর : পথিমধ্যেই লাশ
- প্রকাশিত সময় ০৭:৫৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
- / 104
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক ইমাম হোসেন (২৩) ও গৃহবধু জান্নাতুল ফেরদৌস (৩৬) নামে দুই জন নিহত সহ আরো কয়েকজন আগত হয়েছেন।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসী পরিবারের ৭ সদস্য আহত হয়েছেন।
জানা যায়, নিহত জান্নাতুন ফেরদৌসের স্বামী বেলায়েত হোসেন কুয়েত থেকে বাড়ি আসার খবর পেয়ে, পরিবারের সবাই ঢাকা বিমানবন্দরে যান। বেলায়েতকে বিমানবন্দর থেকে নিয়ে বাড়িতে ফেরার পথেই মোহাম্মদ আলী বাজার সংলগ্ন স্থানে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কের বাহিরে ছিটকে পড়ে, ঘটনাস্থলেই চালক নিহত হয়। এর কিছুক্ষন পরে হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূর মৃত্যু হয়েছে।
এদিকে খবর পেয়ে ফেনী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাকের হোসেনের নেতৃত্বে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। আর নিহত চালকের মরদেহ হাসপাতালের মর্গে নেয়া হয়।আহতরা হলেন- বেলায়েত হোসেন (৪৫) সাবের হোসেন (১৪), সাব্বির হোসেন (১০), ফাহমিদা আক্তার (২২) শরিফ উদ্দিন (৩০) ও লিমন হোসেন (৮)।
ফেনী ফায়ার স্টেশনের উপপরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী তথ্য নিশ্চিত করে বলেন, দুইজন নিহত হয়ছে। এছাড়াও আহত প্রবাসী স্বামীসহ অপর ৬ জনকে প্রথমে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।