ইসলামী ছাত্র আন্দোলন পাবনা পশ্চিম জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

- প্রকাশিত সময় ১২:১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
- / 144

ইসলামী ছাত্র আন্দোলন পাবনা পশ্চিম জেলা শাখার সম্মেলনে ২০২৩ সালের জন্য সভাপতি হিসেবে এইচ এম ওমর ফারুক, সহসভাপতি আনাস উল্লাহ আল আমিন ও সাধারণ সম্পাদক হিসেবে জিয়াউল করিম জুয়েলকে নির্বাচিত ঘোষণা করা হয়।
সম্মেলনে ২০২২ সালের কমিটি বিলুপ্ত করে ২০২৩ সালের জন্য ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে এইচ এম ওমর ফারুক, সহসভাপতি আনাস উল্লাহ আল আমিন ও সাধারণ সম্পাদক হিসেবে জিয়াউল করিম জুয়েল নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন পাবনা পশ্চিম জেলা শাখার সভাপতি এইচ এম ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনাস উল্লাহ আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ।
প্রধান বক্তা ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ মোহাম্মদ মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা পশ্চিম শাখার সভাপতি সহঃ অধ্যাপক মোঃ আরিফ বিলাহ ও সেক্রেটারি মাওলানা মোঃ আবু বক্কার সিদ্দিক।
এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শুরা সদস্য ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোঃ নাজমুল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার সাবেক সভাপতি মুফতী মুক্তাদির হোসেন মারুফ এবং মাওলানা মোঃ ওমর ফারুক, সদ্যসাবেক, মোঃ রাকিবুল ইসলাম মোঃ মেহেদী হাসান মোঃ নূরুল ইসলাম মোঃ সাকিবুল ইসলাম মোঃ হাসিনুর রহমান সহ জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ।