মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায় শীর্ষক প্রকল্পের শিক্ষক/শিক্ষিকা এবং হিন্দুধর্মীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা
- প্রকাশিত সময় ০৫:০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯
- / 86
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অধীনে পরিচালিত মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায় শীর্ষক প্রকল্পের পাবনা জেলা কার্যালয়ের শিক্ষক,শিক্ষিকা এবং হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রীশ্রীরাধাগোবিন্দ মন্দির, শালগাড়িয়ায় সকালে জেলা প্রশাসক কবীর মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব রঞ্জিত কুমার দাস(অতিরিক্ত সচিব) প্রকল্প পরিচালক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌরেন্দ্র নাথ সাহা, উপ-প্রকল্প পরিচালক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায় ।
আরও উপস্থিত ছিলেন বিনয়জ্যোতি কুন্ডু সাধারণ সম্পাদক,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পাবনা জেলা শাখা, সুদর্শন তালুকদার সভাপতি শ্রীশ্রী মহাদেব মন্দির, স্বাগত বক্তব্য দেন নিরুপম ধর প্রকল্প পরিচালক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায়।
পাবনা জেলায় মোট ৫১টি মন্দিরভিত্তিক শিক্ষাকেন্দ্র রয়েছে। যার মধ্যে ৪১ টি প্রাক-প্রাথমিক শিক্ষা ০২টি বয়স্কশিক্ষা এবং ০৮টি গীতাশিক্ষাকেন্দ্র রয়েছে।
সভায় সভাপতি মহোদয় প্রাক-প্রাথমিক ও গীতাশিক্ষার জন্য ভ’য়সী প্রশাংসা করেন এবং কোমল মতি শিক্ষার্থীদের শুদ্ধভাবে পাঠপ্রদানের জন্য শিক্ষকদের অনুরোধ করেন এবং কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করেন।
মতবিনিময় সভায়, প্রকল্প পরিচালক জেলার সকল কেন্দ্র সুচারুরুপে বাস্তবায়নের জন্য শিক্ষকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং কার্যক্রমের বিভিন্নদিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভার শুরুতে প্রাক- প্রাথমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন কার্যকলাপ যেমন-গান,গল্প,ছড়া ইত্যাদি পরিবেশন করে। সমাপ্তিতে সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করেন রঞ্জিত কুমার দাস(অতিরিক্ত সচিব), প্রকল্প পরিচালক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায়।