ঝিকরগাছায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘শুভ বড়দিন’ পালিত
- প্রকাশিত সময় ১২:০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
- / 226
ঝিকরগাছায় শিমুলিয়া পবিত্র জপমালা রাণীর গীর্জায় শুভ বড়দিন বড় আয়োজন ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। ছবি: স্বতঃকণ্ঠ
যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব যীশু খ্রিষ্টের জন্মদিন শুভ ‘বড়দিন’ পালিত হয়েছে।
রোববার ২৫ ডিসেম্বর শিমুলিয়া পবিত্র জপমালা রাণীর গীর্জায় বড়দিন উপলক্ষে খ্রিষ্টিয় উপাসনালয়ে চলে বড়দিনের বিশেষ গান ও প্রার্থনা।
শনিবার মধ্যরাত থেকেই শুরু হয় বড়দিনের অনুষ্ঠানিকতা। আর এ আনুষ্ঠানিকতা রুপ নেয় খ্রিষ্টভক্তদের মিলন মেলায়।
দিবসটি উপলক্ষে ফুল, রঙিন কাগজ আর আলোকসজ্জায় সাজানো হয় মনোরম সাজে। ক্রিসমাস ট্রিতে ঝোলানো হয় আলোর মালা। বানানো হয় খ্রিস্টের জন্মের ঘটনার প্রতীক গোশালা।
আনন্দ-উৎসব এবং নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় খ্রিস্টান সম্প্রদায় পালন করেছে এই বিশেষ দিনটি। এই দিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেন খ্রিষ্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্ট।
খ্রিষ্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে দেওয়া, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করা এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচার করতে তার আগমন ঘটেছিল।
ভিডিও ক্লিপ