ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

থানায় অভিযোগ দেওয়ায় ২য় বার হামলা ভেড়ামারায়, আহত- ৩

ভেড়ামারা প্রতিনিধি:
  • প্রকাশিত সময় ১১:০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
  • / 101

হাসপাতালে চিকিৎসাধীন মোছাঃ ডলি খাতুন (৩৪)।


কুষ্টিয়ার ভেড়ামারায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তিনজনকে পিটিয়ে আহত করার ঘটনায় ভুক্তভোগীর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে আবারও হামলা চালিয়ে মরিয়ম খাতুন (৩৫) ও মোছাঃ ডলি খাতুন (৩৪)  নামে দুইজনকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানাগেছে, ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা মোঃ উজ্জল হক (৪৫) কে গত শনিবার বিকেলে বাড়ি ফেরার পথে হামলা চালায়।

এসময় তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এবিষয়ে সেইদিন রাতে ভেড়ামারা থানায়  একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।

থানায় অভিযোগ দায়ের করায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা আবার ২য় বার গত রবিবার বিকালে বাড়িতে হামলা চালিয়ে মোছাঃ ডলি খাতুন (৩৪), মরিয়ম খাতুন (৩৫) কে মারধর করে আহত করে। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে।

বর্তমানে গুরুতর আহত ডলি খাতুন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী উজ্জ্বল হক বলেন, আমাকে বাড়ির সামনের রাস্তায় পেয়ে প্রতিপক্ষ মোঃ আনারুল (৫৮),  সুখন (৩৫), মোঃ রিপন (৩৩),  মোঃ আবু সাইদ (২০) হামলা চালিয়ে  পিঠে, বুকে, পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে। আমাকে বাঁচানোর জন্য  আমার স্ত্রী ও ভাইয়ের স্ত্রী এগিয়ে আসলে তাদের কেউ কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। ওরা সবার সামনে আমার বাড়ির ইলেকট্রিক মিটার, জানালা, ভাংচুর করে খুন জখমের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। থানায় অভিযোগ দিলে ক্ষিপ্ত হয়ে আবারও বাড়িতে এসে পরদিন হামলা চালিয়ে মরিয়ম ও ডলি খাতুনকে পিটিয়ে আহত করে। আমি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এই রকম আরও টপিক

থানায় অভিযোগ দেওয়ায় ২য় বার হামলা ভেড়ামারায়, আহত- ৩

প্রকাশিত সময় ১১:০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

কুষ্টিয়ার ভেড়ামারায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তিনজনকে পিটিয়ে আহত করার ঘটনায় ভুক্তভোগীর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে আবারও হামলা চালিয়ে মরিয়ম খাতুন (৩৫) ও মোছাঃ ডলি খাতুন (৩৪)  নামে দুইজনকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানাগেছে, ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা মোঃ উজ্জল হক (৪৫) কে গত শনিবার বিকেলে বাড়ি ফেরার পথে হামলা চালায়।

এসময় তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এবিষয়ে সেইদিন রাতে ভেড়ামারা থানায়  একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।

থানায় অভিযোগ দায়ের করায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা আবার ২য় বার গত রবিবার বিকালে বাড়িতে হামলা চালিয়ে মোছাঃ ডলি খাতুন (৩৪), মরিয়ম খাতুন (৩৫) কে মারধর করে আহত করে। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে।

বর্তমানে গুরুতর আহত ডলি খাতুন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী উজ্জ্বল হক বলেন, আমাকে বাড়ির সামনের রাস্তায় পেয়ে প্রতিপক্ষ মোঃ আনারুল (৫৮),  সুখন (৩৫), মোঃ রিপন (৩৩),  মোঃ আবু সাইদ (২০) হামলা চালিয়ে  পিঠে, বুকে, পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে। আমাকে বাঁচানোর জন্য  আমার স্ত্রী ও ভাইয়ের স্ত্রী এগিয়ে আসলে তাদের কেউ কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। ওরা সবার সামনে আমার বাড়ির ইলেকট্রিক মিটার, জানালা, ভাংচুর করে খুন জখমের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। থানায় অভিযোগ দিলে ক্ষিপ্ত হয়ে আবারও বাড়িতে এসে পরদিন হামলা চালিয়ে মরিয়ম ও ডলি খাতুনকে পিটিয়ে আহত করে। আমি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।