ভেড়ামারায় এসএসসি-০৪ ব্যাচের পক্ষ থেকে ডাঃ আব্দুল্লাহ আল মামুনকে ফুলেল শুভেচ্ছা

- প্রকাশিত সময় ১২:৫০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
- / 78

ডাঃ আব্দুল্লাহ আল মামুন তুষারকে ভেড়ামারা সনো টাওয়ার-২-এ তার নিজ চেম্বারে ফুলেল শুভেচ্ছা জানায় ভেড়ামারায় অবস্থানরত জিরো ফোর ব্যাচের বন্ধুরা।
কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি-২০০৪ (জিরো ফোর) ব্যাচের কৃতি শিক্ষার্থী ডাঃ আব্দুল্লাহ আল মামুন তুষারকে ভেড়ামারা সনো টাওয়ার-২-তে তার নিজ চেম্বারে ফুলেল শুভেচ্ছা জানায় ভেড়ামারায় অবস্থানরত জিরো ফোর ব্যাচের বন্ধুরা।
এসময় জিরো ফোর ব্যাচের সভাপতি এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, সেক্রেটারি মীর হাসান আলী বাবর, আজমাইন মোহন, মাসুদ রানা, শেখ স্বপন, তানভীর হাসান আবির, তওহীদ হোসেন মানিক, ইয়াকিন, রাকিবুল ইসলাম রকি, সালাউদ্দিন কানন, জাহিদ হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।