ভাঙ্গুড়ায় শিক্ষক-সাংবাদিক হেলাল খানের ইন্তেকাল
- প্রকাশিত সময় ০৩:৫৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
- / 127
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার চরলক্ষ্মীকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া টেকনিক্যাল এন্ড বি এম কলেজের অধ্যক্ষ এবং ভাঙ্গুড়া প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আবুল হাসান সিদ্দিকী ওরফে হেলাল খান মারা গেছেন।
গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিনগত রাত প্রায় ২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পৌর সভার দক্ষিণ মেন্দা কুমড়াডাঙ্গা গ্রামে তার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহ ….. রাজিউন)। মৃতকালে তার বয়স হয়ে ছিল ৪১ বছর। বেশ কিছুদিন হলো তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মৃতকালে তিনি স্ত্রী, ২ ছেলে-মেয়ে, পিতা-মাতা, ৩ ভ্রাতা, অসংখ্যক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
মরহুমের ১ম নামাজে জানাজা বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এবং বিকাল ২টায় মরহুমের গ্রামের বাড়ি কৈডাঙ্গা কবরস্থানে ২য় জানাজায় শেষে দাফন সম্পন্ন হয়েছে। জানাজায়ে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান, উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি ও সরকারী হাজী জামাল উদ্দিন অনার্স ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুব-উল-আলম বাবলু, ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিকাশ চন্দ্র চন্দ, কর্মজীবনের শিক্ষক, গণমাধ্যম কর্মীবৃন্দসহ সর্বস্তরের মানুষ।