চাটখিল রোজবাড স্কুলে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী
- প্রকাশিত সময় ০৪:২৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
- / 92
চাটখিল উপজেলার পৌর বাজারে অবস্থিত রোজবাড প্রি-ক্যাডেট স্কুলে-২০২২ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় রোজবাড স্কুলের আয়োজনে ২৯ ডিসেম্বর সকাল ১১ টায় স্কুল মিলনায়তনে স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ উল্লাহ এর সভাপতিত্বে এবং স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ রহমত উল্যাহ এর সঞ্চালনায় বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বি.এম.এ নোয়াখালী জেলা সভাপতি ডাঃ এম.এ নোমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন, অধ্যক্ষ চাটখিল মহিলা ডিগ্রী কলেজ মোহাম্মদ সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক চাটখিল সেন্ট্রাল হাসপাতাল বজলুর রহমান ভি.পি লিটন।
আরো বক্তব্য রাখেন, এমডি ডিয়ার ছোয়াদ হজ্ব ইন্টারন্যাশনাল সাখাওয়াত উল্লাহ্, আলম প্লাজার স্বত্বাধিকারী মাওলানা শামসুল আলম প্রমুখ।
প্লে থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক, অতিথি, শুভাকাঙ্ক্ষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।