ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

শুক্রবার ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে মুক্তি পেল কিশোর চলচ্চিত্র ‘মেঘ রোদ্দুর খেলা’

বিনোদন ডেস্ক:
  • প্রকাশিত সময় ০২:১৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
  • / 161

কিশোর-চলচ্চিত্র ‘মেঘ রোদ্দুর খেলা’র আনন্দঘন প্রিমিয়ার শোতে...।


গতকাল ৩০ ডিসেম্বর শুক্রবার ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে মুক্তি পেয়েছে আউয়াল রেজার কিশোর চলচ্চিত্র ‘মেঘ রোদ্দুর খেলা’ বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত ইস্পাহানি নিবেদিত আউয়াল রেজা পরিচালিত কিশোর-চলচ্চিত্র ‘মেঘ রোদ্দুর খেলা’ ৩০ ডিসেম্বর শুক্রবার রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ এবং বন্দরনগরী চট্টগ্রামের সবগুলো সিনেপ্লেক্সে একযোগে মুক্তি পেয়েছে।

কিশোর প্রজন্মের জন ̈ সৃজনশীল চলচ্চিত্রের ক্ষেত্রে দীর্ঘ খরার পর দেশে নির্মিত সাড়া জাগানো কিশোর চলচ্চিত্র ‘মেঘ রোদ্দুর খেলা’ এর আনন্দঘন প্রিমিয়ার শো সম্পধতি হয়ে গেল রাজধানীর সীমান্ত স্টার সিনেপ্লেক্সে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, নতুন প্রজন্মভিত্তিক এ চলচ্চিত্র নির্মাণের জন্য এর নির্মাতাসহ অভিনেতা—অভিনেত্রী ও কলাকূশীলবদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি।

পরবর্তী দর্শক চাহিদার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের সবগুলো জেলার শীর্ষ প্রেক্ষাগৃহে ‘মেঘ রোদ্দুর খেলা’ ছবিটি মুক্তি পাবে।

ছবির কাহিনীরূপ: ১৫ বছরের দুঃসাহসী কিশোর রায়ান একদিন এক ওয়েবসাইটে খুঁজে পায় এক দারুণ তথ্য। বাংলাদেশে দক্ষিণে এক গহীন দ্বীপে গবেষকরা নতুন এক প্রজাতির শামুক খুঁজে পেয়েছেন, যার খোলসের মধ্যে সঞ্চিত রয়েছে ইউরেনিয়াম।

রায়ান কি করে ইউরেনিয়ামবাহী আশ্চর্য শামুকের সন্ধানে দুর্গম দ্বীপে গহীন জলে অভিযানে যাবে। এরপর নিজেরাই একটা পারমাণবিক বিদুৎ কেন্দ্র দাঁড় করিয়ে ফেলবে। ছুটে আসে প্রাণের বন্ধু সানজিনাসহ দুঃসাহসী আরো ছয় কিশোর-কিশোরী।

নতুন প্রজন্মের সাত ক্ষুদে যোদ্ধা একের পর এক বাধা-বিপত্তি কাটিয়ে ছুটে যায় গহীন দ্বীপে আশ্চর্য শামুকের সন্ধানে। কিন্তু সহজে কি দেখা মেলে তার? কি হবে শেষমেষ? রায়ান ও বন্ধুরা কি খুঁজে পাবে সেই আশ্চর্য শামুক? জোগাড় হবে কি দুর্লভ ইউরেনিয়াম? রহস-রোমাঞ্চে জমজমাট সেই গল্পটাই জানা যাবে সরকারি অনুদানে ইস্পাহানি নিবেদিত আউয়াল রেজা নির্মিত ‘মেঘ রোদ্দুর খেলা’ ছবি থেকে।

এই রকম আরও টপিক

শুক্রবার ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে মুক্তি পেল কিশোর চলচ্চিত্র ‘মেঘ রোদ্দুর খেলা’

প্রকাশিত সময় ০২:১৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২

গতকাল ৩০ ডিসেম্বর শুক্রবার ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে মুক্তি পেয়েছে আউয়াল রেজার কিশোর চলচ্চিত্র ‘মেঘ রোদ্দুর খেলা’ বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত ইস্পাহানি নিবেদিত আউয়াল রেজা পরিচালিত কিশোর-চলচ্চিত্র ‘মেঘ রোদ্দুর খেলা’ ৩০ ডিসেম্বর শুক্রবার রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ এবং বন্দরনগরী চট্টগ্রামের সবগুলো সিনেপ্লেক্সে একযোগে মুক্তি পেয়েছে।

কিশোর প্রজন্মের জন ̈ সৃজনশীল চলচ্চিত্রের ক্ষেত্রে দীর্ঘ খরার পর দেশে নির্মিত সাড়া জাগানো কিশোর চলচ্চিত্র ‘মেঘ রোদ্দুর খেলা’ এর আনন্দঘন প্রিমিয়ার শো সম্পধতি হয়ে গেল রাজধানীর সীমান্ত স্টার সিনেপ্লেক্সে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, নতুন প্রজন্মভিত্তিক এ চলচ্চিত্র নির্মাণের জন্য এর নির্মাতাসহ অভিনেতা—অভিনেত্রী ও কলাকূশীলবদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি।

পরবর্তী দর্শক চাহিদার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের সবগুলো জেলার শীর্ষ প্রেক্ষাগৃহে ‘মেঘ রোদ্দুর খেলা’ ছবিটি মুক্তি পাবে।

ছবির কাহিনীরূপ: ১৫ বছরের দুঃসাহসী কিশোর রায়ান একদিন এক ওয়েবসাইটে খুঁজে পায় এক দারুণ তথ্য। বাংলাদেশে দক্ষিণে এক গহীন দ্বীপে গবেষকরা নতুন এক প্রজাতির শামুক খুঁজে পেয়েছেন, যার খোলসের মধ্যে সঞ্চিত রয়েছে ইউরেনিয়াম।

রায়ান কি করে ইউরেনিয়ামবাহী আশ্চর্য শামুকের সন্ধানে দুর্গম দ্বীপে গহীন জলে অভিযানে যাবে। এরপর নিজেরাই একটা পারমাণবিক বিদুৎ কেন্দ্র দাঁড় করিয়ে ফেলবে। ছুটে আসে প্রাণের বন্ধু সানজিনাসহ দুঃসাহসী আরো ছয় কিশোর-কিশোরী।

নতুন প্রজন্মের সাত ক্ষুদে যোদ্ধা একের পর এক বাধা-বিপত্তি কাটিয়ে ছুটে যায় গহীন দ্বীপে আশ্চর্য শামুকের সন্ধানে। কিন্তু সহজে কি দেখা মেলে তার? কি হবে শেষমেষ? রায়ান ও বন্ধুরা কি খুঁজে পাবে সেই আশ্চর্য শামুক? জোগাড় হবে কি দুর্লভ ইউরেনিয়াম? রহস-রোমাঞ্চে জমজমাট সেই গল্পটাই জানা যাবে সরকারি অনুদানে ইস্পাহানি নিবেদিত আউয়াল রেজা নির্মিত ‘মেঘ রোদ্দুর খেলা’ ছবি থেকে।