পাবনায় পাঠ্যপুস্তক বিতরন উৎসব
- প্রকাশিত সময় ১১:৫১:১১ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / 78
পাবনায় বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে পাবনা জিলা স্কুলে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।
পাবনায় নতুন বছরের সকালেই শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের মধ্যদিয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে । জেলায় ৭ লক্ষ ৯ হাজার ৪৬৮ জনশিক্ষার্থীর মধ্যে পাঠ্য পুস্তক বিতরণ করা হয়। নতুন বাইয়ের গন্ধে আনন্দে উৎবেলিত হয়েছে শিক্ষার্থীরা।
রবিবার সকালে পাবনা জেলা স্কুলে পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন পাঠ্যপুস্তক উৎসব দিবস উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেল আজ উন্নয়নের রোল মডেল যা সারাবিশ্ব স্বীকৃত। বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে দৃঢ় প্রত্যয়ী। স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক সুশিক্ষার বিকল্প নাই।
পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষক মোহম্মদ হুজ্জাতুল্লাহ ইসলাম এর সভাপতি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাবনা জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার , বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট প্রমূখ।
জানা গেছে জেলায় প্রাথমিক বিদ্যালয়ে ২ লক্ষ ৭৩ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী ও মাধ্যমিক , দাখিল ও ভোকেশনালে ৪ লক্ষ ৩৫ হাজার ৪৬৮ জন শিক্ষার্থীও মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। জেলা সকল উপজেলায় উৎসব মুখর পরিবেশে পাঠ্য পুস্তক বিতরণ করা হয়।