পাবনার আটঘরিয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
- প্রকাশিত সময় ০৩:৩৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
- / 83
“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা দেশ গড়বো সমাজসেবায় এই স্লোগান গানকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
আটঘরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর এর আয়োজনে সোমবার(২ জানুয়ারী) সকালে উপজেলা চত্বর থেকে একটি র্্যালী বের হয়ে উপজেলা প্রধান ফটকে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ৯ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ৯ টি হুইল চেয়ার, ১০ জন ভিক্ষুকের মাঝে ৩ টি করে ৩০টি ছাগল, ৫৫ জন দু:স্থ্য ও অসহায় মানুষের মাঝে সুদ মুক্ত ২০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে।
এসময় বিতরণকালে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, ইউএনও মাকসুদা আক্তার মাসু, সমাজ সেবা অফিসার ইসমত জেরিন, সহকারি প্রোগ্রামার রোকনুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মারফুদ উল ইসলাম, বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রব মন্টু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ১০ জন ভিক্ষুকে একটি করে কম্বল বিতরণ করা হয়।