ফুলবাড়ীতে ৫ দিনব্যাপী বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন
- প্রকাশিত সময় ০২:৪৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
- / 90
ফুলবাড়ীর সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৫ দিনব্যাপী বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন ইউএনও মোঃ ওয়াসিকুল ইসলাম।
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শুক্রবার ডিসেমিনেশন অফ নিউকারিকুলাম শীর্ষক স্কীমের আওতায় মাধ্যমিক পর্যর্ায়ে পাঠদানরত শিক্ষকদের ৫ দিনব্যাপী বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
দুপুর সাড়ে ১২ টায় ডিসেমিনেশন অফ নিউকারিকুলাম স্কীম, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমশের আলী মণ্ডল, একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবত্তর্ী, গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন, সিদ্দিসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুর রহিম, ফুলবাড়ী প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক দেশ মার যুগ্ম বার্তা সম্পাদক প্লাবন শুভসহ প্রশিক্ষক, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমশের আলী মণ্ডল বলেন, ডিসেমিনেশন অফ নিউকারিকুলাম শীর্ষক স্কীমের আওতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৫২৬ জন শিক্ষক নিয়ে বিষয়ভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ৬ ও ৭ জানুয়ারি এবং ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি মোট ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।