পাবনার জয় ল্যাব. (ইউনানী)-এ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান: জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
- প্রকাশিত সময় ০৩:১৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
- / 116
র্যাব—১২, সিরাজগঞ্জের অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম-এর নির্দেশনায় গত ০৫/০১/২০২৩ খ্রিঃ ১২.০০ হতে ১৪.২০ ঘটিকা পর্যন্ত কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান ও স্কোয়াড কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার কিশোর রায় এর নেতৃত্বে র্যাব—১২, সিপিসি—২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মোঃ মাহমুদ হাসান রনি, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, বানিজ্য মন্ত্রাণালয়, পাবনা জেলা কার্যালয়, পাবনা এর উপস্থিতিতে ‘পাবনা জেলার পাবনা থানাধীন জালালপুর’ এলাকায় মোঃ আলী আজম (৪৫), পিতা—মৃত আলী আকবর, সাং—শালগাড়িয়া, থানা—পাবনা সদর, জেলা—পাবনা এর ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স জয় ল্যাবরেটরিজ ইউনানী, ঢাকা রোড, মাছিমপুর, পাবনা’ এ মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক উক্ত ল্যাবরেটরিজ প্রতিষ্ঠানের মালিকের নিকট থেকে নগদ ১,০০,০০০/— (এক লাখ) টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ নকল ইউনানী ঔষধ তৈরী ও বাজারজাত করে আসছিল।
এব্যাপারে জয় ল্যাবরেটরিজের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযোগ নং—১০/২০২৩, তারিখ: ০৫/০১/২০২৩ খ্রিঃ মূলে মামলা দায়ের করতঃ প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। – প্রেস বিজ্ঞপ্তি