পাবনায় শেখ কামাল যুব গেমস ২০২৩ এর উদ্বোধন
- প্রকাশিত সময় ০৯:১৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
- / 108
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের তত্তাবধায়নে এবং পাবনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ উদ্বোধন করছেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। ছবি: স্বতঃকণ্ঠ
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের তত্ত্বাবধায়নে এবং পাবনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে পাবনা শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি মো: রেজাউল রহিম লাল, সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারফ হোসেন, পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন ও সহকারী কমিশনার মো: মনিরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসিয়েশনের পর্যবেক্ষক এ কে এম আব্দুল মুবিন, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি রেজাউল হোসেন বাদশা, এস মুস্তাকিম সবুজ, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক, কোষাধ্যক্ষ খন্দকার ইদ্রিস আলী ও সদস্য রবিউল ইসলাম চৌবে ডাবলু, মোসাদ্দেক আলী খান, হোসনে আরা খাতুন হাওয়া, শবনম মঞ্জিল মিতা, মাহবুবুর রহমান বাচ্চু, ফারুক কবীর খান লিও সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এই যুব গেমসে জেলার ৯টি উপজেলার ফুটবল, এ্যাথ্লেটিকস, সাঁতার, ব্যাডমিন্টন, যুডো, কারাতেসহ ৮টি ইভেন্টে মোট ২৫০ জন প্রতিযোগি অংশ নেয়।