রাজশাহীতে বাপা’র বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৯:৩৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
- / 103
রাজশাহীতে বাপা’র বিভাগীয় সম্মেলন উদ্বোধন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবেশবিদ প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)—র রাজশাহী বিভাগীয় সম্মেলন—২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জানুয়ারি (শনিবার) সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়স্থ ডীনস কস্প্লেক্স—এর সামনে বেলুন উড়িয়ে সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবেশবিদ প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার।
সম্মেলনের মূল পর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। বাপা রাজশাহী জেলা শাখার সভাপতি জামাত খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. ইলিয়াস হোসেন, এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. জালাল উদ্দীন সরদার, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, রাজশাহী সামাজিক বন বিভাগের সহকারি বন সংরক্ষক মেহেদীউজ্জামান, রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ কবির হোসেন। মুখ্য আলোচক ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আলমগীর কবির।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাপা’র রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী জিয়াউর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আফজাল হোসেন, বড়াল আন্দোলনের সদস্য সচিব এস.এম. মিজানুর রহমান ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক – কলামিস্ট আব্দুল হামিদ খান।
উল্লেখ্য বাপা’র এ বিভাগীয় সম্মেলনে রাজশাহী বিভাগের ৮টি জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।