ঈশ্বরদীতে রিক্সাচালক হত্যা প্রতিবাদে এলাকাবাসির ঝাড়ু মিছিল-পুলিশের বাধা
- প্রকাশিত সময় ০৮:২৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
- / 56
ঈশ্বরদীতে প্রকাশ্যে গুলি করে মামুন নামের এক রিক্সা চালককে হত্যা করেছে একাধিক মামলার আসামী যুবলীগ নেতা আনোয়ার হোসেন। সেই হত্যার বিচার দাবি করে নিহতের মা ও স্বজনরা এলাকায় ঝাঁড়– মিছিল বের করলে সেই মিছিল পুলিশের বাধায় পন্ড হয়েছে।
শনিবার (৭-ই জানুয়ারী) দুপুর সোয়া ১২ ঘটিকার দিকে ঈশ্বরদী উপজেলার রেলগেট সংলগ্ন কাচারী পাড়া ( কড়ইতলা ) মসজিদের সামনে মিছিলে এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশের বাধার কারণে মিছিলে উপস্থিত জনতা ছত্রভঙ্গ হয়ে গেলেও নিহত মামুনের মা তাদের ন্যায় দাবিতে পুলিশ কেন এমন আচরণ জানতে চেয়ে ঈশ্বদী থানার ইনচার্জ অরবিন্দ সরকারের সাথে বিতর্কে জড়ান। এসময় নিহতের মা সহ স্বজনদের পুলিশের উপর আস্থা রেখে এভাবে মিছিল না করে ঘরে থাকার অনুরোধ করেন ওসি অরবিন্দ সরকার।
মিছিলে অংশগ্রহনকারী নিহত মানুনের চাচী বলেন, মামুনকে হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামীদের মুক্তির দাবিতে এলাকায় আরও একটি মিছিল হয়েছে কিন্তু থানা পুলিশ কেবল আমাদেরকে আটকালো এটা কেমন বিচার? আমরা গরিব বলে কি আমাদের ছেলের হত্যার বিচার চাইতে পারবো না ? এদেশে গরীবের বিচার চাওয়া কি অন্যায়?
নিহতের মা লিপি খাতুন বলেন, আমার ছেলের হত্যাকরীরা আসামীদের মুক্তির দাবিতে মিছিল বের করবে জেনে আমরা সবাই আমাদের বাড়ির সামনে রাস্তায় গিয়ে দাড়িয়েছি এটাই আমাদের অপরাধ!
এজন্যই ওসি সাহেব মহিলা পুলিশ এনে আমাদের আটকালো। তাহলে আমরা বিচার পাব কোথায়? আমাদের পুলিশ আটকালো কেন সেটার বিচার নিয়ে আমি ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্যারের কাছে যাব।
এ বিষয়ে জানতে ওসি অরবিন্দ সরকারের সাথে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে শেষ পর্যন্ত যোগযোগ সম্ভব হয়নি।