শেখ রাসেল আইসিটি এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার খুললেন সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান
- প্রকাশিত সময় ০৮:৫৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
- / 74
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন পরিষদ চত্বরে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আইসিটি প্রশিক্ষন কেন্দ্রের প্রধানদের সংগঠন বিআইসিটিএফ’র সদস্য পদ লাভ করেছেন শেখ রাসেল আইসিটি এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জি. শওকাত ওসমান।
গত ২০’শে ডিসেম্বর সংগঠনটির চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত মেম্বার সার্টিফিকেট পান এই জনপ্রিয় জনপ্রতিনিধি।
জানা যায়, জেলার উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের কৃষকগঞ্জ বাজারে স্থাপন করা হয়েছে শেখ রাসেল আইসিটি এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার।
উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য, সলপ ইউনিয়ন আওয়ামীলীগের বারবার নির্বাচিত সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জি শওকাত ওসমান প্রত্যান্ত এলাকায় আইসিটি শিক্ষার প্রসারে ব্যাক্তিগত উদ্যোগে প্রশিক্ষন কেন্দ্রটি স্থাপন করেন।
সরকারি নিবন্ধনপ্রাপ্ত প্রতিষ্ঠানটি তিন মাস মেয়াদী বেসিক ইন কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন, কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন, ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স ও ডিপ্লোমা ইন ইলেকট্রিক এন্ড ইলেকট্রোনিক্স টেকনোলজি প্রশিক্ষন প্রদান করছে।
বিআইসিটিএফ সদস্য পদ প্রদানের জন্য বিআইসিটিএফ’র চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালকের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করে শেখ রাসেল আইসিটি এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জি. শওকাত ওসমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার সিদ্ধান্ত ঘোষনা করেছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আইসিটি শিক্ষায় শিক্ষিত ও আইসিটি জানা স্মার্ট জনগোষ্ঠির বিকল্প নেই।
প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত বাস্তবায়নে নিজ নিজ জায়গা থেকে প্রত্যেককে অবদান রাখতে হবে।
এই চিন্তাধারা থেকেই শেখ রাসেল আইসিটি এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার স্থাপন করে প্রত্যান্ত এলাকায় আইসিটি শিক্ষার প্রসার ঘটানোর চেষ্টা করছি।