সিরাজগঞ্জের শাহজাদপুরে মুক্তিযোদ্ধার নামে সড়ক উদ্বোধন
- প্রকাশিত সময় ১০:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
- / 74
শাহজাদপুরে শহিদ বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক খান লোদী ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক খান লোদীর নামে পৃথক দুটি সড়ক উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার সকালে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর মনিহার সিনেমা হল থেকে হালুয়াঘাট ব্রিজ পর্যন্ত সড়কটি ‘শহিদ বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক খান লোদী সড়ক’ এবং দ্বারিয়াপুর লোদীপাড়া মোড় থেকে নবকুমারের ব্রিজ পর্যন্ত সড়কটি বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক খান লোদী সড়ক’ এর নামফলক উম্মোচন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই পৃথক দুই সড়কের নামফলক উম্মোচন করেন শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক জনকন্ঠের চিফ এডিটর কামরুল ইসলামত খানের ছোট বোন রুকসানা খান লোদী, ভগ্নিপতি লিয়াকত আলি খান লোদী, বীর মুক্তিযোদ্ধা
মাসুদুল ইসলাম খান লোদী, নূরুল ইসলাম খান লোদী, সাইফুল ইসলাম খান লোদী বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল ,শাহনেওয়াজ ভ’ইয়া আজাদ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন