ঢাকা ১২:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে পিঠা মৌসুমে পাতিল বিক্রির ধুম

শাহজাদপুর (সিরাজগঞ্জ)
  • প্রকাশিত সময় ১০:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
  • / 95

সিরাজগঞ্জের শাহজাদপুরে পিঠা মৌসুমে পাতিল বিক্রির ধুম

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাটির তৈরী পিঠা বানানোর জিনিষ কেনার ধুম পড়ে গেছে । সামনে হিন্দু ধম্বালম্বীর পুষুরা রয়েছে এ জন্য আগে থেকেই পিঠা তৈরীর জিনিষ কিনতে দেখা গেছে ।

জানা গেছে, শীতে এমনিতেই পিঠা খেতে ভাল লাগে তারপর কদিন ধরেই প্রচন্ড শীত পড়ায় পিঠা জিনিষ তৈরীর জিনিষ মাটির তৈরী সড়া পাতিল কেনার ধুম পড়েছে ।

গত বৃহস্পতিবার পৌর এলাকার দ্বারিয়াপুর পাতিল হাটে দেখা সকল ধরনের মানূষ পিঠা তৈরীর জিনিস কিনতে
দেখা যায় । মৃৎশিল্প ব্যাবসায়ী ,বিধান পাল,রনজিত পাল জানান সামনে হিন্দু ধর্মাল্বমীদের পিঠা খাওয়ার
উৎসব রয়েছে তাই প্রতিবছরই এই সময় এসকল জিনিষ খুব বিক্রি হয় ।

বিশেষ করে সড়াপিঠা,পুলিপিঠা সহ বিভিন্ন ধরনের মাটির তৈরী জিনিষ খুব বিক্রি হয় । ক্রেতারা জানান, মাটির
তৈরী জিনিষ আগের তুলনায় অনেক বেশী দিয়ে কিনতে হচ্ছে ।

যে পাতিল ছিল ১০ টাকা এখন সেটা কুড়ি টাকা দিয়ে কিনতে হচ্ছে । তবে মৃৎ শিল্প ব্যাবসায়ীরা জানান,প্রয়োজনীয উপকরনের দাম বৃদ্ধি পাওয়ার কারনে দাম বেড়েছে । তবে অন্যান্য বারের তুলনায় এবার কেনা বেচা অনেক বেশী ।

পৌষ মাঘ মাসেই শীত পড়ায় মানুষের পিঠা খাওয়ার চাহিদা হয় এ কারনে কেনা বেচা বেশী হয় ।

এই রকম আরও টপিক

সিরাজগঞ্জের শাহজাদপুরে পিঠা মৌসুমে পাতিল বিক্রির ধুম

প্রকাশিত সময় ১০:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাটির তৈরী পিঠা বানানোর জিনিষ কেনার ধুম পড়ে গেছে । সামনে হিন্দু ধম্বালম্বীর পুষুরা রয়েছে এ জন্য আগে থেকেই পিঠা তৈরীর জিনিষ কিনতে দেখা গেছে ।

জানা গেছে, শীতে এমনিতেই পিঠা খেতে ভাল লাগে তারপর কদিন ধরেই প্রচন্ড শীত পড়ায় পিঠা জিনিষ তৈরীর জিনিষ মাটির তৈরী সড়া পাতিল কেনার ধুম পড়েছে ।

গত বৃহস্পতিবার পৌর এলাকার দ্বারিয়াপুর পাতিল হাটে দেখা সকল ধরনের মানূষ পিঠা তৈরীর জিনিস কিনতে
দেখা যায় । মৃৎশিল্প ব্যাবসায়ী ,বিধান পাল,রনজিত পাল জানান সামনে হিন্দু ধর্মাল্বমীদের পিঠা খাওয়ার
উৎসব রয়েছে তাই প্রতিবছরই এই সময় এসকল জিনিষ খুব বিক্রি হয় ।

বিশেষ করে সড়াপিঠা,পুলিপিঠা সহ বিভিন্ন ধরনের মাটির তৈরী জিনিষ খুব বিক্রি হয় । ক্রেতারা জানান, মাটির
তৈরী জিনিষ আগের তুলনায় অনেক বেশী দিয়ে কিনতে হচ্ছে ।

যে পাতিল ছিল ১০ টাকা এখন সেটা কুড়ি টাকা দিয়ে কিনতে হচ্ছে । তবে মৃৎ শিল্প ব্যাবসায়ীরা জানান,প্রয়োজনীয উপকরনের দাম বৃদ্ধি পাওয়ার কারনে দাম বেড়েছে । তবে অন্যান্য বারের তুলনায় এবার কেনা বেচা অনেক বেশী ।

পৌষ মাঘ মাসেই শীত পড়ায় মানুষের পিঠা খাওয়ার চাহিদা হয় এ কারনে কেনা বেচা বেশী হয় ।