ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

স্টুডিও কৃত্তিমের প্রযোজনায় গান জোছনা

পাবনা প্রতিনিধি:
  • প্রকাশিত সময় ১১:০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
  • / 233

সোমবার সন্ধ্যায় শহরের লাহিড়ী পাড়ায় সপ্তসুরের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে গানটি স্টুডিও কৃত্তিম ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।


সপ্তসুরের পরিবেশনায় পাবনায় অনুষ্ঠিত হলো ‘জোছনা’ শিরোনামে ফিউশান গানের প্রকাশনা অনুষ্ঠান। সোমবার সন্ধ্যায় শহরের লাহিড়ী পাড়ায় সপ্তসুরের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে গানটি স্টুডিও কৃত্তিম ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

গানটির সংগীত পরিচালক সানী চাকী জানান, দীর্ঘ সাত বছরের পরিশ্রমে বেগম আখতারের জোসনা, লালন ফকিরের কালার কথা ও স্যাম ব্রাউনের স্টপ গান তিনটির সমন্বয়ে ফিউশান তৈরি করেছেন তারা। গানটিতে কন্ঠ দিয়েছেন শিল্পী বিশ^াস, মন্ময় চাকী, শ্যামলী সরকার ও সানী চাকী। 

সানী চাকী জানান, বর্তমানে ফিউশান গানগুলোতে গানের ভাব ও প্রাসঙ্গিকতাকে গুরুত্ব দেয়া হয়না। কেবল তাল এক হলেই গান মিলিয়ে গাওয়ার এক ধরণের প্রয়াস দেখা যাচ্ছে যা গানের মূলভাব ও প্রকৃতিকে নষ্ট করে। আমরা জোছনা ফিউশানে তিন ভাষার কিন্তু একই ধরণের ভাব ব্যক্ত হয় এমন তিনটি গানকে বেছে নিয়েছি। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

সপ্তসুরের প্রধান পৃষ্ঠপোষক পাবনার খ্যাতিমান সঙ্গীত শিল্পী প্রলয় চাকী বলেন, সপ্তসুর দীর্ঘদিন ধরে পাবনার সম্ভাবনাময় শিল্পীদের গানের প্রকাশনা তৈরী করে আসছে। বাণিজ্যিক লাভ নয়, প্রতিভাবান শিল্পীদের পরিচিত করতেই আমরা স্টুডিও কৃত্তিমের প্রযোজনায় মৌলিক, রবীন্দ্র সংগীত, ফোক ও আধুনিক গানের প্রায় শতাধিক ভিডিও প্রকাশ করেছি। সে ধারাবাহিকতায় জোছনা শিরোনামের গানটিও একটি নতুন সংযোজন। দেশের খ্যাতিমান শিল্পী ও সংগীত পরিচালকদের মতামত নিয়ে গানটির সংগীতায়োজন করা হয়েছে। এটি সবার ভালো লাগলেই আমাদের সার্থকতা।

প্রকাশনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মারুফা মঞ্জরী খান সৌমি, সাংবাদিক কলিট তালুকদার, ইমরোজ খন্দকার বাপ্পি, রিজভী জয় প্রমুখ।

স্টুডিও কৃত্তিমের প্রযোজনায় গান জোছনা

প্রকাশিত সময় ১১:০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩

সপ্তসুরের পরিবেশনায় পাবনায় অনুষ্ঠিত হলো ‘জোছনা’ শিরোনামে ফিউশান গানের প্রকাশনা অনুষ্ঠান। সোমবার সন্ধ্যায় শহরের লাহিড়ী পাড়ায় সপ্তসুরের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে গানটি স্টুডিও কৃত্তিম ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

গানটির সংগীত পরিচালক সানী চাকী জানান, দীর্ঘ সাত বছরের পরিশ্রমে বেগম আখতারের জোসনা, লালন ফকিরের কালার কথা ও স্যাম ব্রাউনের স্টপ গান তিনটির সমন্বয়ে ফিউশান তৈরি করেছেন তারা। গানটিতে কন্ঠ দিয়েছেন শিল্পী বিশ^াস, মন্ময় চাকী, শ্যামলী সরকার ও সানী চাকী। 

সানী চাকী জানান, বর্তমানে ফিউশান গানগুলোতে গানের ভাব ও প্রাসঙ্গিকতাকে গুরুত্ব দেয়া হয়না। কেবল তাল এক হলেই গান মিলিয়ে গাওয়ার এক ধরণের প্রয়াস দেখা যাচ্ছে যা গানের মূলভাব ও প্রকৃতিকে নষ্ট করে। আমরা জোছনা ফিউশানে তিন ভাষার কিন্তু একই ধরণের ভাব ব্যক্ত হয় এমন তিনটি গানকে বেছে নিয়েছি। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

সপ্তসুরের প্রধান পৃষ্ঠপোষক পাবনার খ্যাতিমান সঙ্গীত শিল্পী প্রলয় চাকী বলেন, সপ্তসুর দীর্ঘদিন ধরে পাবনার সম্ভাবনাময় শিল্পীদের গানের প্রকাশনা তৈরী করে আসছে। বাণিজ্যিক লাভ নয়, প্রতিভাবান শিল্পীদের পরিচিত করতেই আমরা স্টুডিও কৃত্তিমের প্রযোজনায় মৌলিক, রবীন্দ্র সংগীত, ফোক ও আধুনিক গানের প্রায় শতাধিক ভিডিও প্রকাশ করেছি। সে ধারাবাহিকতায় জোছনা শিরোনামের গানটিও একটি নতুন সংযোজন। দেশের খ্যাতিমান শিল্পী ও সংগীত পরিচালকদের মতামত নিয়ে গানটির সংগীতায়োজন করা হয়েছে। এটি সবার ভালো লাগলেই আমাদের সার্থকতা।

প্রকাশনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মারুফা মঞ্জরী খান সৌমি, সাংবাদিক কলিট তালুকদার, ইমরোজ খন্দকার বাপ্পি, রিজভী জয় প্রমুখ।