পাবনার ভাঙ্গুড়ায় বঙ্গবন্ধুর ৫১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- প্রকাশিত সময় ০৯:৪০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
- / 161
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধুর ৫১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
১০ জানুয়ারী মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোডাউন রোড উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে সকালে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অন্যান্য সহযোগী সংগঠন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লোকমান হোসেনের ও সাধারণসাধারণ সম্পাদক মোঃ গোলাম হনেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে সকাল ১১টায় সচেতন মাঠ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইমরান হাসান আরিফ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন (ভাঙ্গুড়া চাটমোহর,ফরিদপুর) এর এম পি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান বক্তার বক্তব্য দেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি, সহ-সভাপতি মোঃ রেজাউল করিম রাজা,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাফিজ,শামীম আহমেদ,সাংগঠনিক
সম্পাদক মোঃ ইবনুল হাসান শাকিল,আজাদ খান সরদার আবুল কালাম আজাদ, ভাঙ্গুড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখি।
অলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুল ইসলাম
বিপ্লব, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন খান প্রমুখ।