ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় একজন নিহত
- প্রকাশিত সময় ০২:৫৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
- / 157
ঈশ্বরদীতে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় আলতাব হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
উপজেলার পাকশী রেলস্টেশন সংলগ্ন পূর্ব বাঘইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ওই রেললাইন থেকে নিহতের লাশ উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ।
নিহত আলতাব হোসেন পাকশী ইউনিয়নের পূর্ব বাঘইল এলাকার মৃত আজাহারের ছেলে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনটি ঈশ্বরদী হয়ে খুলনার দিকে যাচ্ছিল।
গত সোমবার ৯ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে পূর্ব বাঘইল এলাকা অতিক্রমের সময় ওই ব্যক্তি চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্হানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার দাস বলেন, রেললাইনের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন রেলওয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের ধাক্কায় নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে ঈশ্বরদী রেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ইতি পুবে বাবু নামে এক ব্যাক্তি বাঘলের একই ভাবে মৃত্যু বরণ করেছে।