রাণীনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

- প্রকাশিত সময় ০৩:২১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
- / 100
নওগাঁর রাণীনগরে ৯০ গ্রাম গাঁজাসহ মজনু ইসলাম ওরফে হিমেল (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার মজনু ইসলাম ওরফে হিমেল উপজেলার করজগ্রাম চৌধুরীপাড়া গ্রামের ইউনুছ ইসলামের ছেলে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মজনু উপজেলার আবাদপুকুর বাজার এলাকায় ফার্নিচার দোকানের ব্যবসা করে আসছিল।
দোকানের আড়ালে সে এলাকায় মাদক ব্যবসা করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে থানা পুলিশ তার দোকানে অভিযান চালায়।
অভিযানে মজনুকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকালে তার নিকট থেকে ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। রাতেই মজনুর বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।