অভিনেতা চঞ্চল চৌধুরীর পিতা স্বর্গীয় শ্রী রাধাগোবিন্দ চৌধুরীর আদ্যকৃত্য শ্রাদ্ধ সম্পন্ন
- প্রকাশিত সময় ০২:২৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
- / 156
পাবনার সুজানগরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যশিল্পী ও চলচ্চিত্র অভিনেতা চঞ্চল চৌধুরী’র পিতা স্বর্গীয় শ্রী রাধাগোবিন্দ চৌধুরীর আদ্যকৃত্য শ্রাদ্ধ্য অনুষ্ঠানে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আঃ রহিম পাকন, সাথে ছিলেন মাছরাঙা টেলিভিশন ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, পরিচালক প্রযোজক ও নাট্যকার মামুনুর রশিদ ও অন্যান্যরা। ছবি: স্বতঃকণ্ঠ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যশিল্পী ও চলচ্চিত্র অভিনেতা চঞ্চল চৌধুরী’র পিতা স্বর্গীয় শ্রী রাধাগোবিন্দ চৌধুরীর আদ্যকৃত্য শ্রাদ্ধ, পরলৌকিক ক্রিয়া ও অতিথি আপ্যায়ন সুসম্পন্ন হয়।
আদ্যকৃত্য শ্রাদ্ধ ও পরলৌকিক ক্রিয়া’য় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মাছরাঙা টেলিভিশন ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু ও পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন।
বুধবার (১১ জানুয়ারি ২০২৩ খ্রি.) পাবনা সুজানগর উপজেলায় নাজিরগঞ্জের কামারহাট গ্রামের নিজ বাসভবনে শ্রাদ্ধ ও পরলৌকিক ক্রিয়ায় উপস্থিত ছিলেন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রযোজক ও নাট্যকার মামুনুর রশিদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা কমান্ডের সাবেক কমান্ডার ও রাজশাহী বিভাগীয় ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, চলচ্চিত্র ও নাট্যশিল্পী বৃন্দাবন দাস, আব্দুল হান্নান শেলী, আহসান হাবিব মিঠু, জেলা কৃষকলীগের সহ—সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, ঢাকা থেকে আগত চলচ্চিত্র ও নাট্যশিল্পী সহ অনেকে।
এছাড়াও স্বর্গীয় শ্রী রাধাগোবিন্দ চৌধুরীর বিদেহী আত্মার উর্দ্ধগতি ও মঙ্গল কামনায় চঞ্চল চৌধুরীর মাতা নমিতা চৌধুরী’র প্রতি গভীর সমবেদনা জানান বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু ও বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন ও অন্যান্যরা।