সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই প্রতারক মিষ্টি ও নগদ টাকা নিয়ে পালিয়েছে
- প্রকাশিত সময় ০৯:০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
- / 123
শাহজাদপুরে অভিনব প্রতারনা করে এক মিষ্টান্ন ব্যাবসায়ীর হাজার টাকা মিষ্টি ও সিএনজি চালকের মোবাইল নিয়ে চম্পট দিয়েছে প্রতারক চক্র ।
জানা গেছে , গতকাল শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের সায়দাবাদ থেকে এক সিএনজি ভাড়া করে দুই যুবক বিয়ের কথা বলে শাহজাদপুরে আসে ।
এক পর্যায়ে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর পাল সুইটস এর দোকানে আসে। এসময় প্রতারক দুই ভদ্রবেশী যুবক দোকানীকে ১০ কেজি চমচম ও ১০ কেজি মালাই মাপতে বলে ।
জিনিষ মাপার পর সিএনজি চালক সায়দাবাদ এলাকার নুর নবীকে মিষ্টির দোকনে বসে রেখে পাল সুইটস
এর মালিক অজিত পালের নিকট থেকে আরও নগদ ৪ হাজার টাকা নেয় । তারা বলে বুথ থেকে টাকা তুলে এখনই দিচ্ছি ।
এবং পানের দোকানদার লক্ষন কুন্ডুর নিকট থেকে ৬ শ ৫০ টাকার সদাই নিয়ে লাপাত্তা হয়ে পড়ে । সিএনজি চালক নুর নবী বলে আমি কিছুই জানিনা দুই যুবক শাহজাদপুরের উদ্যেশে নিয়ে আসে ।
আমাকে মিষ্টির দোকানে রেখে আমার মোবাইলও নিয়ে ওএবং দোকানদারের মিষ্টি ও টাকা নিয়ে চম্পট দেয় । এ ঘটনা জানাজানি হলে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয় ।