গাইবান্ধায় শিক্ষা উপকরণের দাম কমানোর দাবিতে- গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ সমাবেশ
- প্রকাশিত সময় ০৯:৫২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
- / 149
জাতীয় শিক্ষাক্রম ২০২০ বাতিল, ভুলে ভরা নিম্নমানের ছাপা পাঠ্যপুস্তক বাতিল এবং কাগজসহ শিক্ষাউপকরণের দাম কমানোর দাবিতে রোববার গণতান্ত্রিক ছাত্র জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। -স্বতঃকণ্ঠ
জাতীয় শিক্ষাক্রম ২০২০ বাতিল, ভুলে ভরা নিম্নমানের ছাপা পাঠ্যপুস্তক বাতিল, কাগজসহ শিক্ষা উপকরণের দাম কমানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণতান্ত্রিক ছাত্র জোট গাইবান্ধার উদ্যোগে ১৫ জানুয়ারী রোববার বেলা ১২টায় জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতার সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সভাপতি তাহমীদ চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা জিহানুল হক জোহা,গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক শামীম আরা মিনা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা প্রমূখ।
বক্তাগণ কাগজ-কলমসহ শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধি বন্ধ।পুনঃভর্তির নামে অতিরিক্ত ফি বন্ধ, জাতীয় শিক্ষাক্রম ২০২০বাতিল করার দাবি জানান । সেই সাথে শিক্ষার বেসরকারিকরণ উচ্চ শিক্ষা সংকোচন,সন্ত্রাস দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক শিক্ষাঙ্গন গড়ে তুলতে ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।