রাজনৈতিক-অর্থনৈতিক সংকট ও ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানের লক্ষ্যে ঐক্যবন্ধ হওয়ার আহবান ৭ বামপন্থী সংগঠনের
- প্রকাশিত সময় ১০:১৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
- / 92
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, সিপিবির সভাপতি শাহ আলম, জাসদের একাংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানফাইল ছবি
বিদ্যুৎ এর বর্ধিতমূল্য প্রত্যাহার কর, ফোনে আঁড়িপাতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করে নাগরিকের মৌলিক অধিকার হরণ বন্ধ কর, দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট এবং ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানের লক্ষ্যে ৭টি বামপন্থী সংগঠন আজ ১৫ জানুয়ারি ২০২৩ রবিবার আ ফ ম মাহবুবুল হক মিলনায়তনে এক বৈঠকে মিলিত হন। জোটের সদস্য বাসদ-এর কেন্দ্রীয় দপ্তর থেকে মহিনউদ্দিন চৌধুরী লিটন এক বিবৃতিতে একথা জানান।
নয়া গণতান্ত্রিক গণমোর্চা সভাপতি জাফর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, দলিলের রহমান দুলাল, গণমুক্তি ইউনিয়ন এর আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি শহিদুল ইসলাম, কমিউনিস্ট ইউনিয়ন এর আহ্বায়ক ইমাম গাজ্জালী, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ এর সভাপতি মাসুদ খান ও নয়া গণতান্ত্রিক গণমোর্চা নেতা বিপ্লব ভ্রট্টাচার্য্য প্রমূখ।
বৈঠকে নেতারা দেশের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ইস্যু ভিত্তিক আন্দোলন গড়ে তোলার ব্যাপারে একমত হন। তারা কর্মসূচী প্রণয়নের ব্যাপারে আলোচনা করেন। সেখানে নেতৃবৃন্দ, বিদ্যুতের আরেক দফা মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, আইএমএফের পরামর্শে আওয়ামী ফ্যাসীবাদী সরকার দফায় দফায় বিদ্যুতের মূল্য বাড়িয়ে দিয়ে জনজীবনের সংকটকে আরো গভীর সমস্যায় ফেলে দিয়েছে। নেতৃবৃন্দ পাশাপাশি ফোনে আঁড়িপাতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করে নাগরিকের মৌলিক অধিকার হরণের নিন্দা জানান। এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট এবং ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানের লক্ষ্যে সকলকে ঐক্যবন্ধ হওয়ার আহ্বান জানান।