আটঘরিয়া আইনশৃঙ্খলা কমিটির সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপন
- প্রকাশিত সময় ০৯:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
- / 90
উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাশুর সভাপতিত্বে গতকাল মঙ্গলবার (১৭ জানুয়ারি) আটঘরিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রারম্ভিক বক্তব্যে ইউএনও জানান, উপজেলার বিভিন্ন স্থানে মাটি কাটা ও পুকুর খননের মহোৎসব চলছে যা প্রতিহত করা দরকার। ইতিমধ্যেই একাধিক ভেকু মেশিনকে জরিমানাও করা হয়েছে বলে তিনি জানান।
আটঘরিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আশরাফুল ইসলাম জানান, বিদ্যুতের ঘাটতির কারণে ইদানিং লোডশেডিং হচ্ছে। বিভিন্ন মাঠ পর্যায়ের কৃষকের বিদ্যুৎ লাইনের ট্রান্সফরমার চুরি সংঘটিত হচ্ছে। একদন্ত চেয়ারম্যান লিয়াকত আলী আলাল জানান, তার ইউনিয়য়ে নকশাল ও সর্বহারার উপদ্রব পরিলক্ষিত হচ্ছে । তার এলাকার কার্পেটিং রোডের জরাজীর্ণ অবস্থার কথাও জানান।
মাজপাড়া চেয়ারম্যান ফারুক হোসেন জানান, মাদকের উপদ্রব বৃদ্ধি পেয়েছে, তবে খিদিরপুর পল্লীর বিশৃঙ্খলা ও গোলোযোগ শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়েছে । সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া তার বাসার ল্যাপটপ, আইফোন চুরি প্রসঙ্গ তুললে ওসি তদন্ত হাসান বাসিদ জানান, মোবাইল উদ্ধার করা সম্ভব হবে। সার্বিকভাবে আটঘরিয়ার আইনশৃঙ্খলা পরিস্থি নয়ে সভায় সন্তোস প্রকাশ করা হয়।
আটঘরিয়ায় পিঠা উৎসব অনুষ্ঠিত
আটঘরিয়ার হ্যাপি টেকনোলজির উদ্যোগে গত সোমবার (১৬ জানুয়ারি) দেবোত্তর বাজারে ৮ম পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন আটঘরিয় পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু এবং থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
পিঠা উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে সৌন্দর্য, সবচেয়ে বড়, সর্বাধিক আইটেম এবং সর্বাধিক ব্যয় ও সময় সাপেক্ষ পিঠা — এই ৪ ক্যাটাগরীতে পুরস্কৃত করা হয়।