শাহজাদপুরে ৯২দিন মৃত্যুর সাথে লড়াই করে মারা গেল যুবদল নেতা
- প্রকাশিত সময় ০৯:০০:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
- / 67
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার হাইটেক মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায গত মঙ্গলবার রাতে মারা গেলেন যুবদল নেতা মোঃ সায়েম উদ্দিন (৩৫)।
সে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মশিপুর দক্ষিণ পাড়া গ্রামের আলহাজ্ব মোঃ মধুর ছেলে ও গাঁড়াদহ
ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক ছিলেন।
জানা যায়,গত (১৬ অক্টোবর) শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের মশিপুর সরিষাকোল মাদ্রাসা বাজারে চায়ের দোকানে চা খাওয়ার সময় অবৈধ নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা সায়েমকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় পিপিডি ট্রাস্ট হাসপাতাল পরে খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে সায়েমের অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাইটেক মাল্টিকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই দীর্ঘ তিন মাস চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার রাতে তিনি মারা যান।
গতকাল বুধবার সকাল ১০টায় স্থানীয় কায়েমপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল জব্বার, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু, স্থানীয় ইউপি সদস্য মাসুদ রানাসহ এলাকার শতশত মানুষ।
জানাযা শেষে কায়েমপুর পারিবারিক কবরস্থানে সায়েম উদ্দিনের দাফন সম্পন্ন করা হয়। সায়েমের মৃত্যুতে ঐ এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।