বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু আর নেই
- প্রকাশিত সময় ১২:৫৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
- / 202
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন নূরুজ্জামান বিশ্বাস এমপি ও অন্যান্যরা।
সকলের শ্রদ্ধার পাত্র বীর মুক্তিযােদ্ধা ফজলুর রহমান ফান্টু (৭০) ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার সময় শহরের থানা পাড়ার পােষ্ট অফিস মােড় নিজ বাড়িতে মারা গেছেন (ইনা লিল্লাহি…….. রাজউন)। মৃত্যুকাল তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে যান।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে মুক্তিযােদ্ধা কর্নারে তার মরদেহ দাফন করা হয়।
তিনি মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি, ঈশ্বরদী সাহিত্য-সাস্কৃতিক পরিষদর সহসভাপতি, মুক্তিযােদ্ধা সংসদের সাবেক সহকারি কমান্ডার ও ‘সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদী’র ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।
তাঁর মৃত্যুতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী, উপজলা আওয়ামী লীগর সভাপতি নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিটুসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নামাজে জানাযায় শরীক হন। ফান্টুর মৃত্যুতে ঈশ্বরদীর সামাজিক সাংস্কৃতিক ও রাজনতিক অঙ্গনে শােকের ছায়া নেমে এসেছে।