ফেনীতে চোরাই গরুসহ যুবক আটক
- প্রকাশিত সময় ১১:২৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
- / 94
ফেনীর সোনাগাজীতে দুটি চোরাই গরু সহ মেহেদী হাসান মাসুদ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ জানুয়ারী) মধ্যরাতে সোনাগাজী-কোম্পানীগঞ্জ সড়কের ইসলামপুর জেবল হকের বাড়ির সামনে থেকে গরুসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত চারটার দিকে মেহেদী হাসান একটি পিকআপযোগে চরচান্দিয়া ইউনিয়নের নবী উল্যাহর বাজার এলাকার আবুল হোসেনের দুটি গরু চুরি করে। পালানোর সময় সোনাগাজী-কোম্পানীগঞ্জ সড়কের ইসলামপুর জেবল হকের বাড়ির সামনে রাত্রিকালীণ টহল পুলিশদল পিকআপসহ গরু দুটি উদ্ধার করে এবং মেহেদী হাসানকে আটক করে।
গ্রেপ্তারকৃত মেহেদী হাসান মাসুদ কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার নুরপুর দোল্লাই নবাবপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, এ ঘটনায় আবুল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।