পাবনা শহরকে যানজট মুক্ত রাখতে অটোবাইক রংকরণ শুরু
- প্রকাশিত সময় ০২:১৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
- / 95
পাবনা শহরের সব যানবাহনকে নির্দিষ্ট রং দেয়া কার্যক্রম শুরু হয়েছে। পৌর ও প্রশাসন যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা ও তদারক করবে।
পাবনা শহরকে যানজট মুক্ত রাখতে ব্যাটারী চালিত অটোবাইক সমূহকে লাল, হলুদ ও কালো রং করণ শুরু হয়েছে। পাবনা পৌর এলাকায় একেক রং এর অটোবাইক একেক দিন চালানোর জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।
সোমবার বিকেলে অটোবাইক রং করণের শুভ উদ্বোধন করেন পাবনা পুলিশ সুপার আকবর আলী মুনসী।
পাবনা জেলা ব্যাটারী চালিত অটোবাইক মালিক ও চালক সমিতির উদ্যোগে পাবনা শহর এলাকায় যানজট মুক্ত রাখতে পৌরসভার নিবন্ধিত অটোবাইক সমূকে লাল ও হলুদ এবং ইউনিয়ন পরিষদের নিবন্ধিত অটোবাইক সমূহকে কালো রং করণ করা হয়। লাল রং এর অটোবাইট একদিন চলবে পরের দিন চলবে হলুদ রং এর অটোবাইক, কালো রং এর অটোবাইক পৌরসভার মধ্যে প্রবেশ করতে সীমাবদ্ধতা থাকবে।
জেলা অটোবাইক মালিক সমিতির সভাপতি বিপ্লব স্যানালের সভাপতিত্বে এবং পাবনা চেম্বার্স অব কমার্সের পরিচালক মিন্টু এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, সদও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ হোসেন, ট্রাফিক ইনচার্জ আবু হেনা মোস্তফা নোমান, মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাদল, ট্রাক মালিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক ইশহাক আলী, আওয়ামী লীগ নেতা আজমত আলী বিশ্বাস প্রমূখ।
পাবনা পৌর মেয়র শরীপ উদ্দিন প্রধান বলেন, পাবনা শহরকে যানজট মুক্ত, পরিছন্ন, নির্মল রাখতে অটোবাইক সমূকে লাল, হলুদ ও কালো রং করণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলার জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকতার্, ব্যবসায়ীক নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তি, বাস, ট্রাক, অটোবাইক, রিক্সা মালিক চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সকলের সহযোগীতায় পাবনা শহরকে সুন্দর রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, পাবনা শহরকে যানজট মুক্ত রাখতে বেশ কিছু কাজ করতে হবে। অটোবাইক সমূহকে রং করণের মাধ্য দিয়ে শুরু কাজ শুরু হলো। পর্যায়ক্রমে আরো কাজ করতে হবে। এ জন্য সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।