প্রধানমন্ত্রীর জনসভার নামে চাঁদা আদায়ের পক্ষে-বিপক্ষে আঃলীগের ২ গ্রুপের সংঘর্ষ আটক-৪
- প্রকাশিত সময় ০৫:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
- / 88
আগামী ২৯ জানুয়ারি রোববার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আসার ঠিক ৪দিন পূর্বেই আওয়ামী লীগের রাজশাহীর জনসভার জন্য পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির কাছে থেকে ১ লক্ষাধিক টাকা চাঁদা দাবী করে বলে জানান যায়। স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম এর পক্ষের লোকজন এসময় ওপর থেকে এই চাঁদা আদায়ের বিপক্ষে আঃ লীগের অপর একটি পক্ষের বাকবিতণ্ডার ঘটনা ঘটে।
এই ঘটনাকে কেন্দ্র আজ আনুমানিক সকাল ১১ টার সময় পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে রাজশাহী জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ ওবায়দুর রহমান ও বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ এর অনুসারীদের মধ্যে সংঘর্ষে জড়ায়।
এমন সময় দীর্ঘ ১এক ঘন্টা ঢাকা-রাজশাহী মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়, পরে পুঠিয়া থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এর ফলে ঢাকা-রাজশাহী মহাসড়কে যানচলাচল সাভাবিক হয়।
এরপর আজ সকাল থেকে বানেশ্বর বাজারে স্থানীয় দুই গ্রুপের লোকজন অবস্থান নিলে সংঘর্ষ হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে এ ঘটনায় পুঠিয়া থানা পুলিশ ৪ জনকে আটক করে আটককৃতরা হলেন বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ ছোট ছেলে রাজশাহী জেলা ছাত্র লীগের সাবেক সদস্য মোঃ আবু সাইদ দয়েল, বড় ছেলে মোঃ জুয়েল রানা,যুবলীগ নেতা শাহাবুদ্দিন, স্থানীয় আওয়ামী লীগ কর্মী রিয়াজুল।
এবিষয়ে পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আব্দুল বারী বলেন,আজ সকালে বানেশ্বর বাজারে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে পুঠিয়া থানা পুলিশ ৪জনকে আটক করে এবং বানেশ্বর বাজারে যেকোনো পরিস্থিতি এড়াতে বানেশ্বর বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এব্যাপারে রাজশাহী জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ ওবায়দুর রহমান ও বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ এর সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।