সুজানগর আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৯:৪৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯
- / 117
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, নৌ-আকাশ, বিদ্যুৎ, তথ্য প্রযুক্তি সহ সকল খাতে সরকার সফলতা অর্জন করেছে, যুবলীগকে এ সকল সফলতার কথা প্রত্যন্ত অঞ্চলের জনগনের দৌড় গোড়ায় পৌঁছায়ে দিতে হবে। দেশের যেকোন পরিস্থিতিতে যুবলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কি পেলাম, কি পেলাম না, এ ভেবে যুবলীগ করা যাবে না। পাবনার সুজানগর উপজেলা আওয়ামীযুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।
দেশ ও জনগনের কল্যাণে যুবলীগকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে, রাজনীতি করতে হলে ধৈর্য ধারণ করতে হবে, রাষ্ট্র ও দলের কাজের জন্য বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার স্বপক্ষের শক্তি নিয়ে যুবলীগকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যুবলীগের সম্মেলন উদ্বোধন কালে এ কথা বলেন পাবনা আওয়ামীযুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সুজানগর উপজেলা আওয়ামীযুবলীগের সভাপতি সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জাল হোসেন তোফার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যদেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য খন্দকার জাহাঙ্গীর কবির রানা, বাংলাদেশ আওয়ামীযুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ নাসীম পাভেল, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
প্রধানবক্তার বক্তব্য দেন জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, বিশেষ বক্তার বক্তব্যদেন জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শেখ সাকিরুল ইসলাম রনি।
এ সময় আরো বক্তব্যদেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সিরাজুল ইসলাম শাজাহান, আব্দুল কাদের রোকন, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ফজলে খাঁন টিপু, আব্দুলাহ আল মামুন বাবু, ওসমান গনি, সাইদুর রহমান পলাশ, আরিফ উদ্দিন টিপু, আনোয়ার হোসেন, শেখ রনি, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজা হাসান, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান মানিক, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাধারণ সম্পাদক শেখ তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ হোসেন প্রমুখ।
সম্মেলনে উপজেলা যুবলীগের সরদার রাজু আহমেদ সভাপতি, সাইদুর রহমান সাইদ সাধারণ সম্পাদক, পৌর যুবলীগের জুয়েল রানা সভাপতি ও শরীফ উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। নির্বাচিত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তপক অর্পণ করেন যুবলীগের নেতৃবৃন্দ।