সাঁথিয়ায় আন্তঃজেলা গরু চোর চক্রের ৭ সদস্য ২দিনের রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে
- প্রকাশিত সময় ১২:২৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
- / 85
পাবনার সাঁথিয়া থানা পুলিশ সাঁথিয়ায় আন্তঃজেলা গরু চোর চক্রের ৭ সদস্য ২দিনের রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করেছে। যা তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছে।
রিমান্ডকৃত আন্তঃজেলা চোর চক্রের সদস্যরা হলো সাঁথিয়া উপজেলার সেলন্দা মহল্লার নবাব সরদারের ছেলে তরুন(২১), পাবনার চাটমোহর উপজেলার দোলং এলাকার মৃত হারেজ আলীর ছেলে শিহাব উদ্দিন(২৫), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপঝোর চরাচিতুলিয় মহল্লার আওয়াল প্রামানিকের ছেলে আকরাম হোসেন সজল (৩৫), রায়গঞ্জ উপজেলার জহির উদ্দিনের ছেলে সাহেদ আলী(৪৪),উল্লাপাড়া উপজেলার ভেংরী মহল্লার বদিউজ্জামানের ছেলে নজরুল ইসলাম বিশা(৪০), সলঙ্গা উপজেলার রোয়াপাড়া মহল্লার জাকের সরকারের ছেলে আনোয়ার হোসেন(৩২), সিরাজগঞ্জ সদর উপজেলার সহিণামোড় মহল্লার আমিনুল মাষ্টারের ছেলে আনোয়ার হোসেন(৩৬)।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্যকে রিমান্ডের আবেদনের ভিত্তিতে নিবার্হী ম্যাজিস্ট্রেট ৭ সদস্যকে ২দিন রিমান্ড মঞ্জুর করেন। গতকাল মঙ্গলবার তাদের রিমান্ড শেষে পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য গত ইং ০১ জানুয়ারী তারিখ রাতে সাঁথিয়া থানাধীন গাগড়াখালী গ্রামের বাদী মোস্তাক হোসেন এর গোয়াল ঘর হইতে ০২ দুটি গাভী সঙ্গবদ্ধ চোরেরা চুরি করে নিয়ে যায়। সাঁথিয়া থানায় একটি চুরি মামলা রজিু হয় যাহা সাঁথিয়া থানার মামলা নং—০৮, তাং— ০৮/০১/২০২৩ইং।