শাহজাদপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
- প্রকাশিত সময় ০৬:৫৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
- / 108
সিরাজগঞ্জের শাহজাদপুরের পল্লী অঞ্চল গালা ইউনিয়নের মারজান গ্রামে যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ।
উক্ত মানববন্ধনে এলাকার নারী ও শত শত মানুষ অংশ গ্রহন করে । গতকাল শনিবার দুপুরে গালা ইউনিয়নের মারজান বাধেঁর উপর এলাকার শত শত মানুষ মানববন্ধন করে ।
প্রায় ২ ঘন্টা ব্যাপি মানববন্ধন শেষে বক্তব্য রাখেন গালা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন,গালা ইউপি সদস্য লাল মিয়া,এরশাদ আলী,আবু তালেব,আব্দুল লতিফ,রনজু ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হোসেন,ডাক্তার
সেরাজুল ইসলাম,সেরাজুল ইসলাম,শহিদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক প্রমুখ ।
মানবন্ধনে বক্তরা বলেন যমুনা নদী থেকে একটি প্রভাবশালী মহল যমুনা নদী থেকে অবৈধ ভাবে ডেজার দিয়ে বালু কাটার ফলে গত কয়েকমাসে ২৬/২৭/ টি বসতবাড়ী ভেঙ্গে গেছে এছাড়া তিন বিঘা ফসলী জমি তলিয়ে গেছে ।
এলাকার মানূষ উপান্তর না দেখে তাদের জীবন বাচানোর জন্য মানববন্ধন করেছে। তারা আরও বলেন,যাদের
ঘরবাড়ি ভেঙ্গে গেছে তারা আজ নিস্ব হয়ে গেছে । কোথায় গিয়ে থাকবে এসব মানুষ ।
তারা অবিলম্বে প্রধানমন্ত্রির সহায়তা কামনা করেন তিনিই পারেন আমাদের রক্ষা করতে । বালু কাটা মহল এতই প্রভাবশালী যে প্রসাশন সহ কেইই তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে ভয় পায় ।
ইউপি চেয়ারম্যান আবদুল বাতেন বলেন,এমপির লোকজন ও সরকারি দলের লোকেরাই বালু কাটছে ,আগামীতে নেীকায় ভোট চাইতে গেলে আমি নৌকার চেয়ারম্যান হয়ে কি জবাব দেব ।
প্রধানমন্ত্রিকে জানানোর জন্যই ও এলাকার মানুসের বাড়ি ঘর রক্ষার জন্য ুআমরা রাস্তায় নেমেছি । এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ নজরূল ইসলাম মৃধা বলেন,ইতি মধ্যে নৌ পুলিশ এসে ডেজার সহ ৬ জনকে আটক করে মামলা দায়ের করা হয়েছে ন।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন বলেন,আমরা অভিযোগ পাওয়ার পর কঠোর ব্যাবস্থা নিয়েছি
।
অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা বলেন মানববন্ধনে আমাকে এবং আমার
ছেলেকে জড়িয়ে যে বক্তব্য দেয়া হয়েছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন । আমি বালু তোলার পক্ষে নই এবং
আমার কোন সম্পক্ততা নেই । এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র । একমাত্র আমি এমপি হয়ে সমস্ত অবৈধ বালু
তোলা বন্ধ করেছি ।