মাঝি একটা মাছের দাম হাকালো এক লাখ টাকা
- প্রকাশিত সময় ০৭:১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
- / 233
টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী বাজারে যমুনা নদীতে ৫৫ কেজি ওজনের বাঘাইড় মাছটি জেলের জালে ধরা পড়লো। এটি বিক্রি করা হয়েছে ৭৫ হাজার টাকা।
শনিবার(৪ ফেব্রুয়ারি) ভূঞাপুরের যমুনা নদী থেকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুনীল নামে এক জেলে জাল দিয়ে মাছ ধরার সময় ওই মাছটি তার জালে আটকে যায়। সেটি বিক্রির জন্য নেয়া হয় উপজেলার গোবিন্দাসী বাজারে ওই মুহূর্তে উৎসুক জনতার ভির জমে। গোবিন্দাসী বাজারের মাছের ব্যবসায়ী বাবলু হাওলাদার মাছটি ক্রয় করে এবং পরে বাবলু হাওলাদার মাছটি বিক্রি করে ৭৫ হাজার টাকা।
এসময় অনেকে বাঘাইড়টির দাম করেন। বিক্রেতা বাবলু হাওলাদার মাছটির দাম চান ১ লক্ষ টাকা একপর্যায়ে ৭৫ হাজার টাকা দামে কিনে নেন টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার সাগর মাঝি নামে এক ব্যক্তি।
জেলে সুনীল বলেন, নদ-নদীতে মাছ ধরে বিক্রি করা আমার পেশা। প্রায় একযুগ ধরে এ পেশায় নিয়োজিত থাকলেও এতো বড় মাছ ধরতে পারিনি। এই প্রথম আমার জালে আটকে পড়েছে বাঘাইড় মাছটি।