ঈশ্বরদীর রূপপুরের প্লাস্টিক ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
- প্রকাশিত সময় ০২:০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
- / 109
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুরের একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের যৌথ চেষ্টায় ৬টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।
ঈশ্বরদী ইপিজেটের ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আরিফুল ইসলাম জানান, আগুন সন্ধা ৬টার দিকে নির্বাপন হলেও সাড়ে ৬ টা দিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফ্যাক্টরির মালিক শামিমুল হক বিপ্লব ও তার ছোট ভাই হাবিব জানান, নগদ তিন লক্ষ টাকা সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
উক্ত প্লাস্টিক কারখানায় বিভিন্ন রকমের প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী জমির লিচু গাছ ও মেহগনি গাছের কিছু অংশ পুড়ে যায় এতে প্রায় আরো লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রায়হান পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কারখানার প্লাস্টিক পণ্য ও যন্ত্রপাতি পুড়ে গেছে।। এতে কারখানা মালিকের ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান।