‘রূপপুর স্টেশন’ ভার্চুয়ালি উদ্বোধন করলেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- প্রকাশিত সময় ০৭:২৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
- / 209
পাবনা ঈশ্বরদীর পাকশী এলাকায় ‘রূপপুর স্টেশন’ বঙ্গভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বৃহস্পতিবার দুপুরে ৩৩৫ কোটি ৬৮ লাখ টাকা ব্যায়ে বাশিঁ বাজিয়ে এ রেল স্টেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, বিএনপি জোট ক্ষমতায় থাকা সময় লোকসানের অজুহাতে অনেক রেললাইন বন্ধ করে দিয়েছিল। আমরা রেলপথ উন্নয়নের জন্য ২০১১ সালে আলাদা বেলপথ মন্ত্রনালয় গঠন করি। বর্তমানে রেলপথ উন্নয়নে ব্যাপক প্রকল্প হাতে নেয়া হয়েছে। রেলপথ অনেক উন্নত হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য সুষ্ঠু পরিবহণ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে ঈশ্বরদীর বাইপাস টেকঅফ পয়েন্ট থেকে রূপপুর পারমানবিক বিদুৎ প্রকল্প পর্যন্ত রেল যোগাযোগ স্থাপন করতে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এর আওতায় ১১ দশমিক ৩৪৫ কিলোমিটার রুটের জন্য ২৫ দশমিক ৯৫ কিলোমিটার ট্র্যাক স্থাপন করা ছাড়াও ঈশ্বরদী স্টেশনে কম্পিউটার বেজড ইন্টারলক (সিবিআই) সিগন্যালিং স্থাপন ও পাকশী স্টেশনে ইনইন্টারলক কালার লাইট সিগন্যাল স্থাপন করা হয়েছে।
এছাড়া পাকশীতে নির্মিত নতুন এই স্টেশনে একটি মেইন লাইন, তিনটি লুপ লাইন ও একটি সাইডিং লাইন নির্মাণ ও ঈশ্বরদী লোকোশেডে শেডসহ ডুয়েলগেজ ডকপিট লাইন নির্মাণ করা হয়েছে।
এছাড়াও আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডবল লাইন নিমার্ন ও টঙ্গী থেকে জয়দেবপুর ডবল লাইনের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে রুপপুর প্রান্তে উপস্থিত ছিলেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, পাবনা—সিরাগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পাকশী রেলওয়ের ডিআরএম শাহ সুফি নুর মোহম্মদ, পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনা জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা পরিসদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, পাবনা ও ঈশ্বরদীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।