সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ১২:১৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
- / 127
সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পাবনা—৩ (চাটমোহর— ভাঙ্গুড়া—ফরিদপুর) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন।
পাবনার ভাঙ্গুড়ায় ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের বর্ণাঢ্য আয়োজনে ৮৬ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার অনুি্ধসঢ়;ষ্ঠত হয়েছে। শনিবার(১১ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় মাঠ চত্বরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ৩৪টি এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্যোশে বক্তব্য শেষে ঐতিহ্যবাহী প্রাচীনতম এই বিদ্যালয়টি ৮৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সংসদ সদস্য ও সভাপতি ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মকবুল হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মো. বাকী বিল্লাহ ,সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতাপ কুমার মন্ডল,জেলা পরিসদ সদস্য মো. আসলাম আলী, জেলা পরিষদ সংরক্ষিত সদস্য আফিয়া সুলতানা আঁখি,ভাঙ্গুড়া থানার ওসি মো. রাশিদুল ইসরলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সাইফুল আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. লোকমান হোসেন,সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন ছবি, ভাঙ্গুড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. বদরুল আলম,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব—উল—আলম,ভাঙ্গুড়া রির্পোটার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব এমএ খালেকসহ প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন। সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম অমন্ত্রণে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়াটি পরিচলনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক(শরীর চর্চা)। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে অনুষ্ঠানের সভাপতি , বিশেষ অতিথি, ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।