পাবনার চাটমোহরে লালন স্মরণোৎসব ও লালন মেলা অনুষ্ঠিত

- প্রকাশিত সময় ০২:২৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
- / 117
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) রাত ৮ টায় রেলবাজার লালন দর্শন ভাব সাহিত্য ও সঙ্গীতচর্চা কেন্দ্রে শুরু হয়ে ভোর রাত পর্যন্ত চলে এ অনুষ্ঠান।
যদি কিছু জানতে হয়, মন দিয়ে শুনতে হয়। শুনবো বেশি বলবো কম, আমরা সবাই চেতন। এই শ্লোগানে অনুষ্ঠানের উদ্বোধন করেন, পাবনা জেলা পরিষদের
চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন।
রেলবাজার লালন দর্শন ভাব সাহিত্য ও সঙ্গীত চর্চা কেন্দ্রের সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মূলগ্রাম
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাশেদুল ইসলাম
বকুল, ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এ,কে,এম শরীফ উল্লাহ সাচ্চু, চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মো. মাহবুবুল ইসলাম, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল, ঈশ্বরদী উপজেলা সেচ্চাসেবক লীগের সভাপতি মাসুদ রানা, চাটমোহর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম, মহরম মল্লিক, সাইদুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল কুদ্দুস রেজা সহ আরো অনেকে।
সারা রাত ব্যাপী লালন স্মরণোৎসব অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, কুষ্টিয়ার শিল্পি চাঁদনী, রোমানা, শারমিন সরকার, ইঞ্জিনিয়ার রানা, হাবিব বাউল, জসিম বাউল, নাটোরের গুরু মাতা রনি, সামাদ বাউল, সিহাব বাউল ও স্থানীয় শিল্পি জাকির শাহ, সাইফুল ইসলাম ও দয়াল।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, রেলবাজার লালন দর্শন ভাব সাহিত্য ও সঙ্গীত চর্চা কেন্দ্রের সাধারন সম্পাদক হাফিজ-৭৫২ ও উপস্থাপনায় ছিলেন চেতন গুরু।