শাহজাদপুর রংধনু মডেল স্কুলে নানা আয়োজনে পালিত হল বসন্তবরণ উৎসব
- প্রকাশিত সময় ০৩:২২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
- / 102
শাহজাদপুরের ঐতিহ্যবাহি রংধনু মডেল স্কুলে নানা আয়োজনে বসন্ত বরন উৎসব পালন করা হয় । গোটা বিদ্যালয় নতুন সাজে সাজানো হয় । হলুদ রঙ্গে ছাত্র-ছাত্রীদের সাঁজানো হয় । দিনভর চলে নানা বসন্ত উৎসব।
অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে বসন্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. শাহ আজম,শিক্ষক ড, ফকরুল ইসলাম,শাহজাদপুর পৌর সভার মেয়র মনির আক্তার খান তরু লোদী প্রমুখ ।এছাড়াও রংধনু মডেল স্কুলের বিপুল সংখ্যাক শিক্ষার্থী, অভিভাবক ও শাহজাদপুরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বসন্ত উৎসব উপলক্ষে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকারা রংধনুর ৭ রঙে নিজেদের সাজিয়ে বসন্ত উৎসবকে আরো প্রানবন্ত করে তোলে। এ সময় রংধনু মডেল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোমুগ্ধকর বিভিন্ন ডিসপ্লে ও গানের তালে তালে নাচ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা । দিনভর চলে বসন্ত বরন উৎসব ।উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ উৎসব দেখতে প্রচুর মানুষের ভীড় হয়।