ভেড়ামারায় যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৫:৫৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
- / 112
আগামী ২৫ ফেব্রুয়ারী যুব সসাবেশকে সামনে রেখে ভেড়ামারা উপজেলা যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে এক বিশাল কর্মী সমাবেশ হয়।
চাঁদগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি মসফের আলীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক কারিবুল ইসলাম রনির সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, বিশেষ অতিথী ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহি, রেলবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা আবু দাউদ, চাঁদগ্রাম ইউপি আওয়ামীলীগ সভাপতি বুলবুল কবির, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ জোয়াদ্দার, উপজেলা যুবলীগ সভাপতি আকরাম হোসেন শামীম, সাধারণ সম্পাদক মানিক মিয়া,সহ সভাপতি আহাদুজ্জামান রানা, আনোয়ার হোসেন গামা, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহাগ।
এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের যুবলীগের সভাপতি ও সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি, জামাতের নৈরাজ্য প্রতিহত করতে আগামী ২৫ ফেব্রুয়ারী উপজেলা যুবলীগের যুব সমাবেশকে সাফল্য মন্ডিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।
ভেড়ামারায় মহিলাদের জন্য এডভোকেসি সভা অনুষ্ঠিত
কুষ্টিয়ার ভেড়ামারায় নতুন প্রকল্পের আওতায় গ্রামের গর্ভবতী মহিলাদের সচেতনতা বৃদ্ধি, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা, বাল্যবিবাহ বন্ধে সচেতনতা, মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ভেড়ামারা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলায় সচেতন সোসাইটির উদ্যোগে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান, সমাজ সেবা কর্মকর্তা মো: আবু নাসির, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ সিদ্দিকী, উপজেলা শিক্ষা অফিসার আহসান আরা, সচেতন সোসাইটির ডেপুটি প্রোজেক্ট ম্যানেজার মো: শাহীন মিয়া, মনিটরিং অফিসার মো: নাজমুল হক, উপজেলা সুপারভাইজার মো: রাজু আহমেদ সহ সিএম, জিএসএম, শিক্ষক, কাজী, সাংবাদিক এবং এনজিও প্রতিনিধি।