শাহজাদপুরে চাউল পাচারের ঘটনায় এলাকায় উত্তেজনা : সড়ক অবরোধ, বিক্ষোভ
- প্রকাশিত সময় ০৪:৩৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
- / 69
সিরাজগঞ্জের শাহজাদপুরে পোরজনা ইউনিয়ন পরিষদের জেলেদের জন্য বরাদ্দকৃত চাউল পাচারের ঘটনায় মামলা না নেওয়ায় এলাকাবাসি সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে । তারা চাউল পাচারের মুল হোতা ইউপি চেয়ারম্যান ও মেম্বর এর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন । সুষ্ঠ বিচার না পাওয়া পর্যন্ত গ্রামবাসী আন্দোলন চালিয়ে যাবে বলে তারা জানান ।
জানা গেছে ,গত রোববার পোরজনা জেলেদের বরাদ্দকৃত চাউল না দিয়ে তা পাচারের উদ্দে্যশে নিয়ে বিক্রির সময় স্থানীয় জনতা ইউপি সদস্য আবুল হামেম ও চৌকিদার একরাম কে হাতে নাতে ধরে ফেলে । পরে তারা চাউল ফেলে পালিয়ে যায় । এসময় উত্তেজিত জনতা ইউপি সদস্যর মটর সাইকেল পুড়িয়ে দেয় ।
এ ঘটনায় প্রসাসশ ঘটনাটি ধামাচাপা দেওয়ার প্রেক্ষিতে গত মঙ্গলবার দুপুরে পোরজনা ইউনিয়নবাসী স্থানীয় সড়ক অবরোধ করে ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা পেরজনা ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি আব্দুল জলিল,আবু হোসেন বাবু,আব্দুস ছালাম, মাসুদ রানা,সবুজ মোল্লা প্রমুখ । তারা বলেন.জেলেদের চাউল না দিয়ে ইউপি সদস্য আবুল হাশেম ও চৌকিদার চাউল পাচারের সময় উত্তেজিত জনতা ধরে ফেলে । পুলিশ এসে চাউল উদ্ধার করে নিয়ে যায় । তারা এ ঘটনার জন্য ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবুকে দায়ি করেন । অথচ ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য প্রসাসন উঠে পড়ে লেগেছে । তাই এতবড় ঘটনার মামলা না হওয়ার প্রতিবাদে তারা এ বিক্ষোভ কর্মসুচি পালন করে । এবং বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে ।
এদিকে চেয়ারম্যান আনোয়ার হোসের বাবু জানান, আমি ঘটনার সময় শাহজাদপুর ছিলাম । আমার বিরুদ্ধে যারা অভিযোগ করেছে তা সঠিক নয় । । এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গোটা ইউনিয়নে জুড়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।