ভেড়ামারায় রাতের অন্ধকারে বাড়িতে দূর্বৃত্তের হামলা : স্বর্ণালংকার ও মোটরসাইকেল লুট
- প্রকাশিত সময় ০৯:৫২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
- / 105
কুষ্টিয়ার ভেড়ামারায় গভীর রাতে একটি বাড়িতে হামলা চালিয়ে সোনার গহনা, টাকা ও মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত (১৭ ফেব্রুয়ারি) পোনে তিন টায় মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. তারিফুর রহমান সনি (৩৫) নামে এক ব্যক্তির বাড়িতে মুখে কাপড় বাধা ৩ জন দুর্বৃত্ত রাত পোনে তিন টায় হানা দেয়। পরিবারের সদস্য শাহাবুদ্দিন নাসুকে জিম্মি করে পরিবারের সবার ঘরের দরজা খুলতে বাধ্য করে। ঘরের আলমারি ভেঙে সোনার গহনা ও টাকা লুট করে। যাওয়ার সময় সবার হাত-পা বেধে রেখে টিভিএস অ্যাপাচি আরটিআর মডেলের মোটরসাইকেলটি নিয়ে যায়।
এ বিষয়ে তারিফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে গতকাল শুক্রবার বিকেলে ভেড়ামারা থানায় এজাহার জমা দিয়েছে।
তারিফুল ইসলাম জানান, আমার মা ঘুম থেকে উঠে তাহাজ্জুত নামাজ ও নফল রোজা করার জন্য সেহেরী খেয়ে তার ঘরের দরজা খোলা রেখে দোয়া দুরুদ পড়তে থাকেন। রাত পোনে তিনটায় অজ্ঞাতনামা ৩ জন ব্যক্তি হাসুয়া ও লোহার রড নিয়ে আমার মায়ের ঘরে প্রবেশ করে। চিৎকার শুনে আমার চাচা মো. শাহাবুদ্দিন নাসু এগিয়ে আসলে তাকে জিম্মি করে ফেলে। চাচাকে দিয়ে আমাকে ডাকায়। দরজা খোলার সাথে সাথে আমারও হাত-মুখ বেধে ফেলে।
তিনি বলেন, দুর্বৃত্তরা বলে গত পরশু ব্যাংক থেকে ২ লাখ টাকা তুলেছিস সেগুলো দে। টাকা তুলেনি জানালে আমাদের বেধে রেখে ঘরের বিভিন্ন কক্ষের আলমারী, ড্রেসিং টেবিল, সিন্ধুক ও ট্রাংক ভাংচুর করে। সোনার গহনা, টাকা ও মোটরসাইকেল নিয়ে যায়। পরে প্রতিবেশিরা এসে উদ্ধার করেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। এ বিষয়ে অভিযান চলছে।