শাহজাদপুরে চাল আটকের ঘটনায় ইউপি সদস্য হাশেমের বিরুদ্ধে অভিযোগ দায়ের
- প্রকাশিত সময় ০৩:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
- / 82
শাহজাদপুরে কালোবাজারির চেষ্টা, মৎস্যজীবি কার্ডের চাল আটক’ বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর শাহজাদপুর সিনিয়র মৎস্য কর্মকর্তা (আতিঃদাঃ) মোঃ আতাউর রহমান বাদী হয়ে শাহজাদপুর থানায় অভিযোগ দায়ের করেছে। অপরদিকে শাহজাদপুর থানার এস.আই রবিউল করিম বাদী হয়ে ৩ বস্তা চাউল, ১ টি অটোভ্যান ও ১ টি মোটর সাইকেল জব্দের ঘটনায় একটি সাধারণ ডাইরী করেছেন বলে তিনি নিশ্চিত করেন।এবিষয়ে মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান বলেন, এলাকাবাসীর হাতে চাল আটকের পর পোরজনা ইউনিয়নের ৭নং ইউপি সদস্য আবুল হাশেমকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যপারে থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।
অপরদিকে, জেলেদের চাউল পাচারের ঘটনার জন্য ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু’র যোগসাজসে ইউপি সদস্য আবুল হাশেম ও চৌকিদার একরামকে দায়ী করেন এলাকাবাসী। অথচ অভিযোগে ইউপি চেয়ারম্যান বাবু ও চৌকিদার একরামের নাম বাদ দেওয়ায় ও ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসন উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ একালাবাসীর। তাই এতবড় ঘটনায় এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন না করার প্রতিবাদে তারা পোরজনা বাজারে বিক্ষোভ কর্মসুচি পালন করে।জনতার হাতে ধরা খাওয়ার পরও চাল কালোবাজারে বিক্রির সব অভিযোগ অস্বীকার করেছে পোরজনা ইউনিয়নের ৭নং ইউপি সদস্য আবুল হাশেম।এদিকে লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুলইসলাম মৃধা বলেন, মৎস্য কর্মকর্তার একটি লিখিত অভিযোগ পেয়েছি।
এটি দুদকের সিডিউল ভূক্ত অপরাধ হওয়ায় এটির নথিপত্র দুদকে তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।